Advertisment

পয়লা বৈশাখের পর এবার রবীন্দ্র জয়ন্তী, বাঙালি মন পেতে ফের রাজ্যে শাহ

রবীন্দ্র জয়ন্তীতে ফের রাজ্যে আসছেন মোদীর প্রধান সেনাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah will come bengal on theoccassion of rabindra jayanti

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ফের রাজ্যে অমিত শাহ। পয়লা বৈশাখের সন্ধিক্ষণেও তিনি ছিলেন কলকাতাতেই। এবার রবীন্দ্র জয়ন্তীতে ফের রাজ্যে আসছেন মোদীর প্রধান সেনাপতি। 'খোলা হাওয়া' নামে একটি সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনটির মাথায় রয়েছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত।

Advertisment

পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের বঙ্গ সফরে অমিত শাহ। রবীন্দ্র জয়ন্তীর আগের দিনেই বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন বিকেলে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সংগীতশিল্পী সোমলতা আচার্য-সহ অন্যদের। অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকার কথা অমিত শাহর। এরই পাশাপাশি ওই অনুষ্ঠানে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা স্বপন দাশগুপ্তও।

অমিত শাহের এবারের বঙ্গ সফর প্রসঙ্গে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত সংবাদমধ্যমে বলেন, '৮ তারিখ ওনার দলীয় কর্মসূচি আছে। ৯ মে রবীন্দ্র জয়ন্তী। উনি জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দেবেন। বিকেলে সায়েন্স সিটি অডিটোরিয়ামে খোলা হাওয়া সংগঠনের তরফে একটি রবীন্দ্র উৎসবের আয়োজন করা হয়েছে। ওখানে উনি অনুষ্ঠান দেখবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।'

আরও পড়ুন- শহরে স্বস্তির বৃষ্টি, কিছুক্ষণেই ধেয়ে আসবে কালবৈশাখী

এদিকে, রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে শাহের যোগ দেওয়া প্রসঙ্গে এখন থেকেই টিপ্পনি কাটতে শুরু করে দিয়েছে বিরোধীরা। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'বক্তব্য রাখার আগে রবীন্দ্রনাথের জন্মভিটে, জন্ম সাল, পারিবারিক পরিচয় জেনে আসবেন। রবীন্দ্রনাথ নিয়ে বলতে গেলে ভালোভাবে পড়াশোনা করে আসবেন।'

অন্যদিকে সিপিএম তন্ময় ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, 'রবীন্দ্রনাথ সকলকে এক দেহে লীন করেছিলেন। অমিত শাহ সেই দেহে হিন্দুত্ব ছাড়া আর কিছু খুঁজে পান না। রবীন্দ্রনাথ সম্পর্কে কী বলবেন অমিত শাহ?'

আরও পড়ুন- দার্জিলিঙের রাস্তায় ব্ল্যাক প্যান্থার! মুহূর্তে ক্যামেরাবন্দি কালো চিতা

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে নির্বাচনী অ্যাডভান্টেজ নিতেই শাহের বঙ্গ সফর? প্রশ্ন উঠছে। বঙ্গ বিজেপির একাংশ মনে করে, এখনও পর্যন্ত শিক্ষিত বাঙালি মহলে বিজেপির গ্রহণযোগ্যতা তেমনভাবে বাড়েনি। তাই কি এবার রবীন্দ্র জয়ন্তীকে হাতিয়ার করেই পঞ্চায়েতের আগে নতুনভাবে ঝাঁপানোর কৌশল নিল বিজেপি? ভোটযুদ্ধে অ্যাডভান্টেজ পেতে ও শহুরে বাঙালির মন জয় করতে রবীন্দ্র জয়ন্তীই 'ঢাল' গেরুয়া শিবিরের? চর্চা বাড়ছে।

amit shah West Bengal Rabindranath Tagore bjp
Advertisment