Purba Bardhaman News: অ্যামোনিয়া গ্যাসের কম্প্রেসার মেশিন ফেটে মৃত্যু হল হিমঘরের দুই শ্রমিকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার ভবানন্দপুরের একটি হিমঘরে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন সজল কুমার ঘোষ (৫৯) এবং শ্রাবণ প্রসাদ (৪৫)। প্রথম জনের বাড়ি কালনায় হলেও দ্বিতীয় জন বিহারের বাসিন্দা। এদিনই মৃত দু’জনের দেহের ময়নাতদন্ত হয় কালনা হাসপাতালে। পুলিশ ও দমকল বিভাগ হিমঘরে হওয়া দুর্ঘটনা কাণ্ডের তদন্ত শুরু করেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হিমঘরে হওয়া দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু পাশাপাশি অ্যামোনিয়া গ্যাসের দাপটে হিমঘরের এক শ্রমিক-সহ ২ গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন গ্রামের অনেক বাসিন্দা। সেই খবর পেয়ে দমকল বাহিনী ছাড়াও পুলিশ ও মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। গ্যাসের প্রভাব যাতে স্কুল ও কলেজের পড়ুয়াদের মধ্যে না পড়ে তাই এদিন ঘটনাস্থল এলাকার স্কুল ও কলেজে বন্ধ রাখা হয়।
ভবানন্দপুর গ্রামটি কালনা-২ ব্লকের আনুখাল পঞ্চায়েতের ভবানন্দপুর এলাকায় অবস্থিত। পুলিশ ও এলাকার বাসিন্দাদের কথা অনুযায়ী, এদিন সকালে ভবানন্দপুর গ্রামে থাকা হিমঘরের ভিতর বিকট শব্দে অ্যামোনিয়া গ্যাসের কম্প্রেসার মেশিন ফেটে যায়। তার পরেই সেখান থেকে সাদা ধোঁয়ার আকারে প্রচুর গ্যাস নির্গত হতে শুরু করে। চারপাশ সাদা ধোঁয়ায় ভরে যেতে শুরু করে। ওই অবস্থার মধ্যেই দুর্ঘটনাস্থলে দুই শ্রমিকের দেহ পড়ে থাকে। এই দুর্ঘটনার খবর পেয়ে চারটি ইঞ্জিন-সহ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা মুখে মাস্ক পরে উদ্ধারকাছে হাত লাগায়। হিমঘরের আহত এক কর্মী বুদ্ধদেব প্রামাণিককে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণে বাঁচতে উঁচু জায়গা থেকে ঝাঁপ দিতে গিয়ে তিনি পায়ে গুরুতর চোট পান। হাসপাতাল চিকিৎসাধীন থাকা অবস্থায় বুদ্ধদেব প্রামাণিক বলেন, দুর্ঘটনা ঘটার সময় হিমঘরের মেশিনঘর ও বাইরে সাতজন শ্রমিক ছিল।
আরও পড়ুন শিবরাত্রির ব্রত পালনে নিভল জীবন প্রদীপ! ঢেউয়ের তোড়ে ভাগীরথীতে তলিয়ে মৃত্যু যুবকের
এলাকার বাসিন্দা দেবব্রত ঘোষ জানান, অ্যামোনিয়া গ্যাস হিমঘরের কাছে পিঠে থাকা ঘোষপাড়ায়, ব্রাহ্মণপাড়া এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চোখমুখ জ্বালা করতে থাকে। ভয় পেয়ে অনেকেই চোখ মুখ কাপড়ে ও মাস্কে ঢেকে ফেলেন। সকালে জমিতে কাজ করতে থাকা কৃষক-সহ স্থানীয়দের অনেকেই বিকট শব্দের আতঙ্কে জমির আল ধরে ছুটতে শুরু করেন। গ্যাসের ঝাঁঝে প্রিয়াঙ্কা মণ্ডল নামের এক মাধ্যমিক পরীক্ষার্থী ও মিঠু বাগ নামের এক মহিলা অসুস্থ হয়ে পড়ে। দুর্ঘটনার পর গ্রামে আসা মেডিক্যাল টিম তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রিয়াঙ্কাকে পাঠানো হয় কালনা হাসপাতালে। স্বাস্থ্যকর্মীরা এলাকায় ঘুরে স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন।
কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল জানিয়েছেন, “হিমঘরে হওয়া দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তার ফরেন্সিক তদন্ত হবে। ফরেন্সিক টিম চাওয়া হয়েছে। এদিন ব্যারাকপুর ও দুর্গাপুর থেকে ডিজাস্টারের দুটি এক্সপার্ট টিম ঘটনাস্থলে পৌছায়। পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছে।”