Advertisment

'আমফান' থেকে বাঁচবেন কীভাবে? কী করবেন?

ঘণ্টায় ১৬০-১৭০ কিমি বেগে ধেয়ে আসছে আমফান। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৮৫কিমি।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone amphan, আমফান, আমপান, আম্পান, amphan news, amphan updates, amphan latest updates, west bengal amphan, umphan latest updates

অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

বাংলার বুকে তাণ্ডব চালাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'আমফান'। যত সময় এগোচ্ছে, ততই কলকাতা-সহ বাংলার দিকে প্রবল গতিতে ধেয়ে আসছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আজ বিকেল থেকে সন্ধের মধ্য়ে দিঘা ও হাতিয়ার মধ্য়ে আছড়ে পড়বে আমফান। ঘণ্টায় ১৬০-১৭০ কিমি বেগে ধেয়ে আসছে আমফান। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৮৫কিমি।

Advertisment

আমফানের সময় কী করবেন?
*বাড়িতে থাকুন
*নিরাপদ স্থানে আশ্রয় নিন
*মূল্যবান নথি সুরক্ষিত জায়গায় রাখুন
*গৃহপালিত প্রাণির বাঁধন খুলে দিন
*মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন
*টর্চ, মোমবাতি সঙ্গে রাখুন
*দরজা-জানলা ভাল করে বন্ধ করে রাখুন
*বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন
* গ্যাসের লাইন বন্ধ করে রাখুন

আরও পড়ুন: Cyclone Amphan Live Updates: বাংলায় আমফানের তাণ্ডব চলছে, শুরু হয়েছে ল্য়ান্ডফল

আমফানের সময় কী করবেন না?
*বাড়ির বাইরে বেরোবেন না
* গুজবে কান দেবেন না, নির্ভরযোগ্য প্রচারমাধ্যমে খবর পড়ুন ও শুনুন
* বিদ্যুতের খুঁটি বা গাছের কাছে দাঁড়াবেন না
*বিপজ্জনক বাড়িতে থাকবেন না
*ঝড়ের সময় গাড়ি চালাবে না

Read the full story here in English

Weather Report
Advertisment