Ration Distribution Case: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার আরও দুই। ধৃত দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূর ওরফে মুকুল রহমান। বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ED দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন তারা। তারপর থেকেই একটানা চলে জিজ্ঞাসাবাদ। গতকাল গভীর রাতে তাদের গ্রেফতার (Arrest) করা হয়েছে।
বৃহস্পতিবার ED-র তলব পেয়ে সল্টলেকের দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার ভাই তথা চালকল মালিক আলিফ নূর রহমান ওরফে মুকুল রহমান। এই দু'জনের সঙ্গেই জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ও বাকিবুর রহমানের যোগ রয়েছে বলে সূত্রের দাবি।
তারপর থেকে টানা চলে জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রের দাবি, বেশ কিছু প্রশ্নের সদুত্তর মেলেনি। রেশন দুর্নীতির সঙ্গে এই দু'জনেরও গাঢ় যোগ থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। সেই কারণেই এবার তাদের গ্রেফতার করে জেরা করা হবে বলে ইডি সূত্রে খবর মিলেছে।
আরও পড়ুন- WB Weather Update: ধুঁয়াধার ব্যাটিং বর্ষার! ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ?
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার টানা ২১ ঘন্টা দীর্ঘ তল্লাশি অভিযান চলে দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার দাদা চালকল মালিক আলিফ নূর রহমানের অফিস-বাড়িতে। সেই তল্লাশিতে একগুচ্ছ নথিপত্র বাজেয়াপ্ত করে ইডি। তারপরেই দুই ভাইকে দফতরে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তলব করা হয়েছিল বারিক বিশ্বাস নামে আরও এক ব্যবসায়ীকে।
আরও পড়ুন- Hawker Eviction: ফুটপাতে TMC কার্যালয় দেখেও দেখল না পুরসভা, বুলডোজারে গুঁড়িয়ে গেল সারি-সারি দোকান
বারিকের সম্পত্তি দুবাইয়েও (Dubai) রয়েছে বলে সূত্রের দাবি। বারিক বিশ্বাসের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানের ঘনিষ্ঠ যোগ রয়েছে বলে সন্দেহ ইডির। গতকাল আনিসুর ও তার ভাই আলিফ নূর ওরফে মুকুল গিয়েছিলেন ইডির দফতরে। তাদের টানা জিজ্ঞাসাবাদ করে ইডি। সেই জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় শেষমেশ দু'জনকেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা।
আরও পড়ুন- Abu hasem khan chowdhury: ছেলের চেয়ে অধীরেই বেশি ভরসা? ইস্তফা বিতর্কে বোমা ফাটালেন ডালুবাবু