রাজ্যে তৈরি হবে নতুন সাত জেলা। গত অগাস্টেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু উত্তর ২৪ পরগণা ভেঙেই তিনটি জেলা তৈরির সিদ্ধান্ত হয়েছিল। মূলত প্রশাসনিক কাজে সুবিধার জন্যই নতুন জেলা গঠনের পরিকল্পনা বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগেই জেলা ভাগ সম্পন্ন হবে বলে মনে করা হয়েছিল। তবে, ওই ঘোষণার মাস তিনেক পর মুখ্যমন্ত্রী নিজেই জানালেন যে, আপাতত তাঁর অতীতের জেলা ভাগের ঘোষণা এখনই কার্যকর হচ্ছে না। কেন? সেকথাও জানিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক বৈঠকে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সাত জেলা নয়, আপাতত দুই ২৪ পরগনা ভেঙে নতুন দুই জেলা তৈরি হবে।
কেন এই সিদ্ধান্ত? মমতা বন্দোপাধ্যায় বলেছেন, 'জেলা ভাগ হলে অনের অফিসার প্রয়োজন। অত অফিসার কোথায়? আমাদের হাতে এখন অত অফিসার নেই।'
আরও পড়ুন- শুভেন্দুর ডিসেম্বর বাণে ভয়ঙ্কর উদ্বেগে মমতা! পুলিশকে নজিরবিহীন নির্দেশ
তবে এখন, উত্তর চব্বিশ পরগনা ভেঙে বসিরহাট এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে সুন্দরবন জেলা হবে।
গত অগাস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, উত্তর ২৪ পরগনা ভেঙে তিনটি জেলা তৈরি হবে। বনগাঁ ও। বাগদা মিলিয়ে নতুন জেলার নামকরণ করেছিলেন ইছামতী,বসিরহাট আলাদা জেলা হলেও তার নামকরণ তখনও করেননি মমতা। দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হবে সুন্দরবন। নদিয়া ভেঙে নতুন জেলা হবে রাণাঘাট। বাঁকুড়া ভেঙে হবে বিষ্ণুপুর জেলা। মুর্শিদাবাদ ভেঙে দুটি জেলা হবে- কান্দি ও বহরমপুর।
রাজ্য মন্ত্রিসভায় জেলা ভাগের সিদ্ধান্ত পাসও হয়েছিল।