Advertisment

'চুরির চাকরি' শেষমেশ গেলই! তৃণমূলের আরও এক বিধায়ক-পুত্র পথে বসলেন!

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হওয়া গ্রুপ-সির ৮৪২ জনের মধ্যেই ছিলেন বিধায়কের ছেলেও।

author-image
IE Bangla Web Desk
New Update
da protestor alleged nisith malik withdraw teachers salary and mla aid both

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

হাইকোর্টের নির্দেশে এবার চাকরি গেল তৃণমূল বিধায়কের ছেলের। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের ছেলে সুদীপ হালদারের চাকরি বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিধায়ক নিজে বা তাঁর পরিবারের কোনও সদস্যই মুখ খোলেননি।

Advertisment

নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল মন্দিরবাজারের তৃণমূল বিধাক জয়দেব হালদারের ছেলে সুদীপ হালদারের। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রুপ-সির ওমআর সিট প্রকাশের পরেই দেখা যায় উত্তরপত্রে কারচুপি করে সরকারি চাকরি পেয়েছেন তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের ছেলে সুদীপ হালদারও। এই খবর চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। রাজ্যের শাসকদলের সমালোচনায় সোচ্চার হয় বিরোধীরা।

আরও পড়ুন- কাটল জট? রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে কীসের ইঙ্গিত আন্দোলনকারীদের প্রতিনিধিদের?

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ-সির ৮৪২ জনের চাকরি বাতিল হয়। চাকরি বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে একাধিক তৃণমূল বিধায়ক-নেতাদের আত্মীয়দের নামও। তেমনই নাম রয়েছে সুদীপ হালদারেরও। সুদীপ দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের বড় ছেলে। তিনি মোড়লতলা শীতলা বালিকা বিদ্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ‘পঞ্চায়েতে শুন্য হবে শাসক, মমতা-অভিষেকও ঠেকাতে পারবেন না’, হুংকার নওশাদের

বিধায়ক-পুত্রের চাকরি বাতিল সম্পর্কে বিজেপি নেতা সুফল ঘাটু বলেন, 'মন্দিরবাজারের বিধায়কের বড় ছেলে সুদীপ হালদারের চাকরি বাতিল হয়েছে। এটা ব্যতিক্রমী ঘটনা নয়। তৃণমূলের নেতা-মন্ত্রীরা পুরোপুরি দুর্নীতিতে ভরে গেছেন। কেউ বাদ যাবেন না। শিক্ষিতরা রাস্তায় বসে আছেন আর টাকার বিনিময়ে চাকরি হচ্ছে।'

আরও পড়ুন-সরকারি কর্মীদের বদলিতেও বিশাল ‘জালিয়াতি’! শান্তনুর ‘লুঠের’ ধরন শুনে ভিরমি খাচ্ছে ED

kolkata highcourt West Bengal TMC MLA WB SSC Scam Abhijit Ganguly
Advertisment