scorecardresearch

‘মেয়ে জেলে, শরীরও সঙ্গ দিচ্ছে না’, মুক্তির চেষ্টায় এবার ভীষণ মরিয়া কেষ্ট!

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা তিহাড় জেলে বন্দি রয়েছেন।

Anubrata Mandal bail plea at rouse avenue court in cow smuggling case
জেলমুক্তির মরিয়া চেষ্টায় কেষ্ট মণ্ডল।

ফের জামিনের আবেদন অনুব্রত মণ্ডলের। এবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আর্জি জানিয়েছেন গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। আগামী ২৩ মে তাঁর জামিনের আবেদনের শুনানি হতে পারে। এর আগেও একাধিকবার জামিনের আবেদন করেও ব্যর্থ হয়েছেন অনুব্রত। এবার ফের একবার তাঁর জামিন আর্জিতে কান পাতবে আদালত? জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই।

গত সোমবারই বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন তিহাড় বন্দি অনুব্রত মণ্ডল। দিল্লির বেশ কয়েকটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। একাধিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে তৃণমূল নেতার। জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা ও বুকে ব্যাথা বেড়েছিল কেষ্টর। শারীরিক একাধিক সমস্যার কথা উল্লেখ করেই জামিনের আবেদন অনুব্রত মণ্ডলের। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আগামী ২৩ তারিখ তাঁর সেই আর্জির শুনানি হতে পারে।

আরও পড়ুন- চরম অস্বস্তিতে অভিষেক, নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট ‘শাস্তি’র মুখে তৃণমূলের শীর্ষ নেতা

গরু পাচার মামলায় মেয়ে সুকন্যা গ্রেফতার হওয়ার পর মানসিকভাবে আরও ভেঙে পড়েন অনুব্রত। বাবার সঙ্গে তিহাড়েই রয়েছেন সুকন্যা মণ্ডল। তবে বাবা ও মেয়ের সেল আলাদা। মাঝে বাবা-কন্যার দেখা হওয়ায় কেঁদে ফেলেছিলেন দু’জনেই। সুকন্যা কেন দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে এসেছিলেন, সেপ্রশ্নও নাকি তাঁকে করেছিলেন অনুব্রত। তবে মেয়েকে আশ্বস্ত করতে অনুব্রত সেদিন বলেছিলেন, ”চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে।” একদিকে অনুব্রত মণ্ডল ও অন্যদিকে তাঁর মেয়ে সুকন্যার জামিনের জন্য যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা।

এর আগেও একাধিকবার জামিনের আবেদন করেছেন অনুব্রত মণ্ডল। তবে প্রত্যেকবারই তাঁর সেই আর্জি খারিজ হয়েছে। এবার ফের একবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Anubrata mandal bail plea at rouse avenue court in cow smuggling case