scorecardresearch

চরম অস্বস্তিতে অভিষেক, নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট ‘শাস্তি’র মুখে তৃণমূলের শীর্ষ নেতা

বিরাট অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

one more kurmi leader arrested in abhisek banerjee's convoy attack case
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিরাট অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি বা সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দশই বহাল রেখে স্পষ্ট করে জানালেন বিচারপতি অমৃতা সিনহা।

কলকাতা হাইকোর্টে নজিরবিহীন অস্বস্তির মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত। জরিমানার টাকা অবিলম্বে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

উল্লেখ্য, জেলবন্দি কুন্তল ঘোষ এর আগে নিম্ন আদালত ছাড়াও হেস্টিংস থানায় চিঠি দিয়ে ইডির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। অভিষেকের নাম বলানোর জন্য কেন্দ্রীয় এজেন্সি তাঁকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুন্তল। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত বলে জানিয়েছিলেন। অভিষেকের বক্তব্য এব্যাপারে তদন্তের আওতায় থাকা উচিত বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- পাহাড় ঘেরা গ্রামের বুক বেয়ে বয় নদী, সবুজে সাজানো উপত্যকায় নির্জনতাই সঙ্গী!

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্যের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতা। এরপ শীর্ষ আদালতের নির্দেশেই সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরে যায়। পরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি।

সেই মামলার শুনানিতে আগেই বিচারপতি সিনহা স্পষ্ট করেছিলেন যে তদন্তকারী সংস্থা প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি থাকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। শেষমেশ বৃহস্পতিবার বিচারপতি সিনহা স্পষ্ট করে জানিয়ে দিলেন কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইলেই জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি বা সিবিআই।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ed cbi can interogate abhisek banerjee ordered highcourt