Advertisment

অনুব্রতকে জেরার আগেই সতর্ক CBI, কমান্ড হাসপাতালে কেষ্ট

গতকালই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
anubrata cbi command hospital

কমান্ড হাসপাতাল অনুব্রত মণ্ডল। ছবি- পার্থ পাল

গরু পাচার মামলায় গ্রেফতার করার পর শুক্রবার ভোররাতে অনুব্রত মণ্ডলকে কলকাতার নিজাম প্যালেসের দফতরে নিয়ে আসে সিবিআই। কয়েক ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর আজই জেরা শুরু হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। কিন্তু জেরার আগেই সিদ্ধান্ত বদল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। শারীরিক পরীক্ষার জন্য অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হল আলিপুর কমান্ড হাসপাতালে।

Advertisment

গতকাল বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে কার্যত তুলে আনে সিবিআই। গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতাকে। গতকাল আসানসোল আদালতে তোলা হলে অনুব্রত মণ্ডলের ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে সিবিআই হেফাজতে থাকাকালীন ৪৮ ঘণ্টা অন্তর অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো প্রতি ৪৮ ঘণ্টা অন্তর আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে অনুব্রতর।

গতকাল ভোর পৌনে তিনটে নাগাদ কলকাতায় নিয়ে আসা হয় অনুব্রত মণ্ডলকে। সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে রাখা হয়েছে অনুব্রতকে। ভোররাতেও নিজাম প্যালেসের বাইরে ছিল সাংবাদিকদের ভিড়। তবে অনুব্রত গাড়ি থেকে নেমে সোজা ঢুকে পড়েন নিজাম প্যালেসের অন্দরে। সাংবাদিকের সঙ্গে কথা বলেননি তিনি।

আরও পড়ুন- বিভ্রান্ত তৃণমূল? ‘কাউকে ডিফেন্ড নয়’ বলেও অনুব্রতর বিরুদ্ধে পদক্ষেপহীন জোড়া-ফুল

তবে গতকাল একটানা সেড় সাত ঘণ্টার জার্নিতে স্বভাবতই ক্লান্ত লাগছিল তাঁকে। ভোররাত থেকে নিজাম প্যালেসের ঘরেই বিশ্রামে রয়েছেন তিনি। তবে আজই তাঁকে জেরা পর্ব শুরু করবে সিবিআই।

গরু পাচার মামলায় ইতিমধ্যেই কোটি-কোটি টাকার লেনদেনের আঁচ পেয়েছে সিবিআই। ইতিমধ্যেই তদন্তে নেমে একাধিক গুরিত্বপূর্ণ নথি গোয়েন্দাদের হাতে এসেছে। তারই ভিত্তিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করবেন তদন্তাকরীরা।

anubrata mondal Cow Smuggling cbi
Advertisment