পাইলসের ব্যাথায় কষ্ট পাচ্ছেন গরু পাচার মামলায় ধৃত জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এছাড়াও নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে তাঁর। সোমবার আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, 'শরীর ভালো নেই।'
গরু পাচার মামলায় মাসের পর মাস ধরে জেলবন্দি রয়েছেন বীরভূম জেল তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। একাধিকবার জমিনের আবেদন করলেও সাড়া দেননি বিচারকরা। উল্টে বেড়েই চলেছে তাঁর জেল-জীবনের মেয়াদ। এদিকে, শারীরিক নানা সমস্যা রয়েছে তাঁর। জেলেই প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে তাঁকে। সোমবার তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। এদিন বেলা ১১টার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন- মৎস্যজীবীদের জালে বিশালকায় হাঙর, ওজন জানলে তাক লাগবে!
সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করানো হয় অনুব্রত মণ্ডলের। হাসপাতাল চত্বরে থাকা সাংবাদিকরা তাঁর শারীরিক পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি বলেন, 'শরীর ভালো নেই।' তবে তাঁর ঠিক কী শারীরিক সমস্যা হচ্ছে সে বিষয়ে খোলসা করে কিছু বলেননি তৃণমূল নেতা।
আরও পড়ুন- চাকরি খুঁজছেন? Aadhar Seva Kendra-এ কর্মী নিয়োগ শীঘ্রই, জানুন বিস্তারিত
দীর্ঘ আড়াই মাস পর জেলবন্দি অনুব্রত মণ্ডলকে এদিন হাসাপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের পাইলসের সমস্যা রয়েছে। তারই জেরে কষ্ট পাচ্ছেন তিনি। সেই কারণেই তাঁকে এদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকরা। প্রয়োজনীয় পরামর্শও দিয়েছেন তাঁরা।