scorecardresearch

চাকরি খুঁজছেন? Aadhar Seva Kendra-এ কর্মী নিয়োগ শীঘ্রই, জানুন বিস্তারিত

শীঘ্রই ফুরোচ্ছে আবেদনের শেষ তারিখ। দেরি না করে এখনই আবেদন করুন।

recruitment in aadhar seva kendra
আধার সেবা কেন্দ্রে কর্মী নিয়োগ হবে শীঘ্রই।

Aadhar Seva Kendra-র একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার প্রার্থীদের ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সম্প্রতি UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Aadhar Seva Kendra-র একাধিক পদে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য এই প্রতিবদনে দেওয়া হল।

Aadhar Seva Kendra-এ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, টেকনিক্যাল অফিসার, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ১১টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপাতত অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে ৬ জন কর্মী নিয়োগ করা হবে। টেকনিক্যাল অফিসার পদে ২ জন, জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে ১ জন এবং অ্যাকাউন্ট্যান্ট পদে ২ জন কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন- মাধ্যমিক পাশেই ক্লার্কের চাকরি রাজ্যে, মাসে বেতন সাড়ে ১৩ হাজার

প্রার্থীদের যে কোনও স্বীকৃত সিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর পাশ করতে হবে। এরই পাশাপাশি কেন্দ্র অথবা রাজ্য সরকারি দফতরে সংশ্লিষ্ট কাজ সম্পর্কে অভিজ্ঞতাও থাকতে হবে। তবে টেকনিক্যাল অফিসার পদে আবেদন করা প্রার্থীদের প্রয়োজনীয় ডিগ্রি ও কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। ৫৬ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা এই আবেদনের যোগ্য।

কীভাবে আবেদন করবেন?

এই পদগুলিতে চাকরির জন্য শুধুমাত্র অফলাইনেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট খুললেই আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি হল- https://uidai.gov.in/। ওয়েবসাইটে ঢুকে About UIDAI অপশনে ক্লিক করতে হবে। তারপর Deputaion/Contract অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলেই বিজ্ঞপ্তি দেখতে পারবেন চাকরিপ্রার্থীরা। এখান থেকেই প্রার্থীদের চাকরির আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। পরে সেই আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরও পড়ুন- পুলিশে বিপুল নিয়োগ, দ্রুত আবেদন করুন, সুযোগ ফসকে না যায়!

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
To
The Director (HR), Unique Identification Authrity of India, Regional Office (UIDAI), Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi-110001..২০২৩-এর ২ মার্চের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন- https://drive.google.com/file/d/1LT94GINK5pl9nunn59IVrPTj-ECULAR9/view?usp=drivesdk

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Recruitment in aadhar seva kendra