আবারও সিবিআই হাজিরা এড়াচ্ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আগামিকাল অর্থাৎ সোমবার বেলা ১১টায় গরু পাচার মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই তলবে সাড়া দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআইকে ইমেল পাঠিয়ে হাজিরা না দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা।
উল্লেখ্য, সোমবার কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় তৃণমূল নেতাকে। গরু পাচার এই মামলায় এর আগে বীরভূম ও কলকাতার মোট ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেই তল্লাশিতে নগদ ১৭ লক্ষ টাকা, হার্ডডিস্ক, ১০টি মোবাইল ফোন, বেশ কয়েকটি পেন ড্রাইভ উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মিলেছে বেশ কিছু নথিও।
আরও পড়ুন- বোরোলিনে বিশ্বাসী, জীবনের ওঠাপড়া গায়ে লাগে না’, পার্থ-কাণ্ডে দল সেন্সর করায় বিস্ফোরক কুণাল
এমনকী বীরভূমের তৃণমূল নেতা তথা অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজনের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। সেই তল্লাশিতেও বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারীরা। সেই সব নথির উপর ভিত্তি করেই বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সোমবার তাঁকে কলকাতার নিজাম প্যালেসের অফিসে ডেকে পাঠায় সিবিআই। তবে সূত্র মাফত জানা গিয়েছে সিবিআইকে ইমেল করে হাজিরা এড়ানোর কারণ জানিয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রটি জানিয়েছে, এবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই সিবিআই হাজিরা এড়িয়েছেন তিনি।
এর আগে গরু পাচার মামলায় মোট আটবার অনুব্রতকে সমন পাঠায় সিবিআই। সাতবারই শারীরিক অসুস্থতা-সহ একাধিক কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তৃণমূল নেতা। এবার ফের একবার কেন্দ্রীয় সংস্থার তলবে সেই অসুস্থতাকেই 'ঢাল' করলেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা।