Advertisment

'গরু চোরের মেয়ে', অনুব্রত কন্যাকে বেনজির কটাক্ষ হাইকোর্ট চত্বরে

অনুব্রত মণ্ডলের মেয়ের চাকরি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। সেই কারণেই তাঁকে তলব করে হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
anubrata mandal's daughter sukanya suffered criticism

হাইকোর্টে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

অনুব্রত মণ্ডলের মেয়েকে দেখেই হাইকোর্ট চত্বরে 'গরু চোরের মেয়ে' বলে কটাক্ষ কয়েকজনের। বেনিয়ম করে চাকরি পাওয়ার অভিযোগ কেষ্ট-কন্যার বিরুদ্ধে। যোগ্যতার প্রমাণ নিয়ে আজ তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো বৃহস্পতিবার সকালেই বোলপুরের বাড়ি থেকে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল।

Advertisment

গরু পাচার মামলায় বেজায় ফেঁসেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দিনের পর দিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গরু পাচারের টাকয় 'সাম্রাজ্য' গড়েছেন কেষ্ট, এমনই দাবি সিবিআইয়ের। গতকাল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে।

আইনজীবী ফিরদৌস শামিম হাইকোর্টে তাঁর অভিযোগে জানান, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা-সহ তাঁর ঘনিষ্ঠ ছয় আত্মীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি চাকরি পেয়েছেন। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, ভাই সুমিত মণ্ডল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্ক দত্ত, ভাইপো সাত্যকী মণ্ডল ও আরও দুই ঘনিষ্ঠ কস্তুরি চৌধুরী ও সুজিত বাগদির চাকরির বৈধতা নিয়ে ওই আইনজীবী প্রশ্ন তোলেন।

আরও পড়ুন- বেকায়দায় সুকন্যা, মেয়ের নিয়োগ বিতর্ক নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিতে নিয়োগ নিয়ে এই বিস্ফোরক অভিযোগ পেয়েই অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে আদালতে তলব করেন। আজ বিকেল তিনটের মধ্যে তলব করা হয় বাকি পাঁচজনকেও। সেই মতো বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হন অনুব্রত কন্যা সুকন্যা।

আরও পড়ুন- জেরায় অর্পিতা সহযোগিতা করলেও ‘দায়’ এড়াচ্ছেন পার্থ, দু’জনকে আজ ফের কোর্টে পেশ

আদালত চত্বরে ঢোকার আগেই তাঁকে কার্যত ঘিরে ধরেন সাংবাদিকরা। তারই ফাঁকে বেশ কয়েকজন সুকন্যার উদ্দেশ্যে 'গরু চোরের মেয়ে' বলে কটাক্ষ ছুঁড়তে থাকেন। যদিও এরপরেই কটাক্ষকারীদের পুলিশ সরিয়ে দেয়। আদালতে ঢুকে পড়েন তৃণমূল নেতার মেয়ে।

anubrata mondal cbi highcourt Cow Smuggling
Advertisment