New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/19/SJAK21pRmdVLd4grpUJO.jpg)
অন্য মুডে কেষ্ট
Anubrata Mondol: অনুব্রত বলেন, “শিক্ষা ক্ষেত্রে বীরভূম রাজ্যে একটা জায়গা করে নিয়েছে। এর জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। আপনারা ভালো শিক্ষাদান করেছেন বলেই ছাত্রছাত্রীরা রাজ্যে জায়গা করে নিয়েছে”।
অন্য মুডে কেষ্ট
Anubrata Mondol: বীরভূম জেলা রাজনীতির অন্যতম আলোচিত মুখ অনুব্রত মণ্ডল। তবে এদিন রাজনীতির রঙ ছেড়ে একেবারে ভিন্ন ভূমিকায় দেখা গেল সদ্য প্রাক্তন তৃণমূল জেলা সভাপতিকে। সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উঠে এল তাঁর এক মানবিক, মূল্যবোধে পরিপূর্ণ মুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান প্রলয় নায়েক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষক-শিক্ষিকারা। আর সেখানেই বক্তৃতা রাখতে উঠে শিক্ষার গুরুত্ব নিয়ে মর্মস্পর্শী বক্তব্য রাখলেন অনুব্রত মণ্ডল।
অনুব্রতের বার্তা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে
তিনি বলেন, “শিক্ষা কখনো পিছিয়ে দেয় না। শিক্ষার মাধ্যমে যে কেউ জীবনে অনেক উঁচুতে পৌঁছতে পারে।” তিনি আরও বলেন, “বিদ্যালয়ে যাবার আগে মা-বাবাকে ও সরস্বতী দেবীকে প্রণাম করো। এতে শুধু শিষ্টাচার নয়, এটি জীবনে বড়ো হওয়ার গুরুত্বপূর্ণ ধাপ।”
জেলায় শিক্ষার উন্নতিতে শিক্ষকদের অবদানকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, “বীরভূম শিক্ষার ক্ষেত্রে রাজ্যে একটা অবস্থান তৈরি করেছে। এর কৃতিত্ব শিক্ষক-শিক্ষিকাদের। আপনারা ভালো শিক্ষাদান করেছেন বলেই ছাত্রছাত্রীরা সাফল্য পাচ্ছে।”
রাজনীতি নয়, শিক্ষা পাঠে মনোযোগ
বক্তব্যের মাঝে করতালির ঝড়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণমূল নেতা। গোঁফের ফাঁকে হাসি লুকিয়ে, সদ্য পদচ্যুত হলেও তাঁর নেতৃত্বগুণ যেন ম্লান হয়নি একটুও। ‘চরাম-চরাম’ কিংবা রাজনৈতিক কটাক্ষ নয়—এদিন অনুব্রতের কণ্ঠে ধ্বনিত হল শিক্ষার মহিমা ও শিষ্টাচারের বার্তা।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের অনেকেই জানান, “এমন অনুব্রতকে আমরা আগে কখনও দেখিনি। শিক্ষামূলক এমন মানবিক বার্তা সত্যিই অনুপ্রাণিত করল।”
বিশ্বমঞ্চে মোদী সরকারের সন্ত্রাসবিরোধী অভিযানে সরে দাঁড়ালেন ইউসূফ পাঠান, ব্যাখ্যা দিলেন অভিষেক