এবার মেয়ে সুকন্যা মণ্ডলের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। আদালতে তোলার সময়েই মেয়ের গ্রেফতারি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল সাংবাদিদের বলেন, "মেয়েকে অ্যারেস্ট করা অন্যায়"।
গরু পাচার মামলায় ইডি গ্রেফতার করার পর থেকে আপাতত তিহাড় জেলই ঠিকানা বীরভূম জেলা তৃণমূল সভাপতির। এদিন ফের একবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয় অনুব্রত মণ্ডলকে। সেখানেই দিন কয়েক আগে তাঁর মেয়ের গ্রেফতারি প্রসঙ্গে তাঁকে কিছু প্রশ্ন করেন সাংবাদিকরা। বিশদে কিছু না বললেও মেয়ের গ্রেফতারিতে তিনি যে মানসিকভাবে আরও বিধ্বস্ত হয়ে পড়েছেন তা তাঁর শরীরি ভাষাই যেন বলে দিচ্ছিল। অনুব্রত মণ্ডল এদিন বলেছেন, ''মেয়েকে অ্যারেস্ট করা অন্যায়।''
সোমবার জেল হেফাজতের মেয়াদ শেষে ফের একবার রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। আদালত আবারও ৪ মে পর্যন্ত তাঁকে জেলেই রাখার নির্দেশ দিয়েছে। অনুব্রত মণ্ডলের পাশাপাশি তাঁর হিসাব পরীক্ষক মণীশ কোঠারিকেও আগামী ১২ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন- এগাঁয়ে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায়! চোখ খুললেই দেখা মেলে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার
গরু পাচার মামলায় আসানসোল জেল থেকে দিল্লিতে এনে তিহাড়ে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তবে তিহাড়ে আর থাকতে চাইছেন না বীরভূম জেলা তৃণমূল সভাপতি। আবারও আসানসোল জেলেই ফিরতে চেয়ে এদিন আদালতে আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন, দিল্লিতে থেকে ইডি তাঁকে যা প্রশ্ন করার করেছে। এবার ফের তাঁকে আসানসোল জেলে ফিরিয়ে দেওয়া হোক। প্রয়োজনে আবারও দিল্লিতে এসে ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে অনুব্রত মণ্ডল প্রস্তুত রয়েছেন বলে তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন।
আরও পড়ুন- কার গুলিতে যুবকের মৃত্যু? কী ঘটেছিল কালিয়াগঞ্জে? খতিয়ে দেখার ভার CID-কে
যদিও ইডির আইনজীবীও পাল্টা জানিয়েছেন, অনুব্রত মণ্ডল একজন অভিযুক্ত। একজন অভিযুক্ত ঠিক করতে পারেন না যে তিনি কোন আদালতে থাকবেন। আদালত এদিন দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর এব্যাপারে তাঁর মতামত দান স্থগিত রেখেছে। আগামী ৪ মে এব্যাপারে রায় জানাতে পারে রাউস অ্যাভিনিউ আদালত।