Advertisment

পাহাড় ঢালের এক ফালি জনপদ! শীতে বেড়ানোর সেরা ঠিকানা উত্তরবঙ্গের অপরূপ এপ্রান্ত

অপূর্ব-অসাধারণ-অনবদ্য! উত্তরবঙ্গের এতল্লাটের অপূর্ব প্রাকৃতিক শোভা ভাষায় প্রকাশ কঠিন।

author-image
Nilotpal Sil
New Update
Munsong is may be your perfect tourist destination

উত্তরবঙ্গের এই এলাকার অসাধারণ সৌন্দর্য্য ভাষায় প্রকাশ কঠিন।

দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে দিন কয়েকের আরাম নিতে অনেকেই ঝটিকা সফরে বেড়িয়ে পড়তে চান। বাঙালির তো এব্যাপারে উৎসাহের শেষ নেই। ঘুরতে যেতে পছন্দ করেন না এমন বাঙালির হদিশ মেলাই কঠিন। তবে চাইলেই তো হল না, তেমন পারফেক্ট একটা জায়গা তো চাই, যেখানে দিন কয়েকের কাটানো মুহূর্তগুলি স্ট্রেসফুল জীবন থেকে দারুণ একটা স্বস্তি এনে দিতে পারে। এই প্রতিবেদনে তেমনই একটি জায়গার উল্লেখ রইল। উত্তরবঙ্গের এই নতুন অফবিট জায়গায় বেড়ানোর ষোলোআনা মজা নিন।

Advertisment

উত্তরবঙ্গের এই এলাকাটির নাম হল মানসং। অনেকে এই পাহাড়ি গ্রামকে মুনসোং কিংবা মানসোং নামেও চেনেন। এই এলাকায় লোকজনের বসতিও যেমন কম তেমনই শান্ত এখানকার পরিবেশ। কালিম্পং থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরের ছোট্ট পাহাড়ি জনপদ যেন প্রকৃতির নিজে হাতে গড়া। নিউ জলপাইগুড়ি থেকে এই পাহাড়ি গ্রামের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটারের মতো। যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁদের জন্য এই স্থান একেবারে পারফেক্ট চয়েজ। গোটা গ্রাম ঘিরে রয়েছে চির সুবজ পাহাড়। দিকে দিকে রঙবেরঙের ফুল, পাখির কোলাহল আর পাহাড়ি খাদের নীচ দিয়ে দিয়ে বয়ে চলা নদীর জলের কলকল শব্দ, গোটা এলাকায় যেন একটা মদকতা এনে দিয়েছে। মানসং-এ বেড়ানোর উপরি পাওনা সুন্দরী কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া।

আরও পড়ুন- এখানেতেই প্রাণের সুখ, মনের আরাম! পাহাড় কোলের অপূর্ব এগাঁয়ে হদয় বাঁধা পড়বেই!

মানসাং-এ কী কী দেখবেন?

পাহাড়ি এই তল্লাটে কাটানো প্রতিটি মুহূর্ত জীবনভর অনূল্য এক স্মৃতি হয়ে থাকতে পারে। মানসাংয়ের মূল আকর্ষণ হল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এছাড়াও এখান থেকে ঘুরে আসতে পারেন কালিম্পং, ডেলো, লাভা, লোলেগাঁও, রিশপ, চারখোল, কোলাখাম, ছাঙ্গে ফলস, পানু ডারা, সিটং, বিদ্যাং ভ্যালি, অহলধারা, পেডং, সিলারিগাঁও, ইচ্ছাগাঁও, তিনচূলে, তাগদা, মালাহাটা, পুডং, রামুধুরা-সহ অনেক জায়গা থেকে। গাড়ি ভাড়া করে নিয়ে ঘুরে দেখতে পারেন অপূর্ব এই পাহাড়ি স্পটগুগুলি।

কীভাবে যাবেন মানসাংয়ে?

কলকাতার দিক থেকে ট্রেনে গেলে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে পৌঁছে যান। সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে করে পৌঁছে যেতে পারবেন কালিম্পঙের এই পাহাড়ি গ্রামে। এছাড়াও শিলিগুড়ি বা বাগডোগরা থেকেও পৌঁছনো যাবে। এনজেপি থেকে গাড়িতে মানসোংয়ে-এ পৌঁছোতে গাড়িতে সাড়ে তিন ঘণ্টার কাছাকাছি সময় লেগে যেতে পারে।

আরও পড়ুন- কোলাহলহীন সাগরতটে লুকোচুরি লাল কাঁকড়ার, অসাধারণ এই সমুদ্রপাড় কলকাতার খুব কাছেই

মানসাংয়ে-এ কোথায় থাকবেন?

থাকার জন্য এখানে বেশ কয়েকটি হোম স্টে রয়েছে। তাঁদের আতিথেয়তাও অসাধারণ। চাইলে সেখানে থাকতে পারেন। এক্ষেত্রে আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো। হোম স্টে কর্তৃপক্ষই আপনাকে বাগডোগরা বা এনজেপি-তে পৌঁছনেরা জন্য গাড়ির বন্দোবস্ত করে দিতে পারে। এখানকার প্রতিটি হোম স্টে তেই পাবেন সুস্বাদু বাঙালি খাবার। বনফায়ার ও বারবিকিউ-এর বন্দোবস্তও আছে।

আরও পড়ুন- বাংলার এপ্রান্তের পরতে-পরতে লুকিয়ে ইতিহাস, রহস্যে ঘেরা নানা কাহিনী আজও চর্চায়!

মানসাংয়ে থাকার জন্য যোগাযোগ করতে পারেন-

Hangma Homestay - 9830248237/8697383373 এই নম্বরে।

north bengal tourism north bengal Hill Stations
Advertisment