Advertisment

বিজেপি নেতার বিরুদ্ধে পানশালায় মারধরের অভিযোগ

লাইভ ভিডিওতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ করবেন বলে জানান তৃণমূলের প্রাক্তন সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনুপম হাজরা

পানশশালায় মারপিটের অভিযোগে শেক্সপীয়র সরণি থানায় এফআইআর দায়ের হল বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে। অভিযোগকারী ব্যক্তি জানান, ছবি তোলাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। রবিবার ফেসবুকে লাইভ করেন বোলপুরের প্রাক্তন সাংসদ। অভিযোগকারী রাজ্যের শাসক দল তৃণমূলের ঘনিষ্ট বলে দাবি তাঁর। লাইভ ভিডিওতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ করবেন বলে জানান তৃণমূলের প্রাক্তন সাংসদ।

Advertisment

আরও পড়ুন: রণক্ষেত্র ধর্মতলা, অনুপম হাজরা-পুলিশ ধস্তাধস্তি

অভিযোগকারীর দাবি, শনিবার রাতে হো চি মিন সরণির একটি পানশালায় গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী। এই সময় তিনি জানতে পারেন ওই পানশালাতেই এসেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর সঙ্গে সেলফি তোলেন ওই ব্যক্তি। এরপরই শুরু হয় বচসা। কেন ছবি তোলা হয়েছে তা নিয়েই অনুপম হাজরা ঝামেলা শুরু করে দেন বলে অভিযোগ ওই ব্যক্তির। ঘটনার প্রতিবাদ করার পর বিজেপি নেতার সঙ্গেই হেনস্থায় যুক্ত হন তাঁর দেহরক্ষীরা। এমনটাই দাবি অভিযোগকারীর। তাঁকে ও তাঁর বান্ধবীকেও অশ্লীল মন্তব্য ও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর রবিবার শেক্সপীরয় সরণি থানায় অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই কসবার বাসিন্দা ওই ব্যক্তি।

বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ ফেসবুক লাইভে বলেন, 'কয়েজন বন্ধুর সঙ্গে গিয়েছিলাম পানশালায়। মদ্যপ এক ব্যক্তি বারে বারে আমার কাছে আসার চেষ্টা করছিলেন। আমরা রক্ষীরা বাধা দেওয়ায় চেঁচিয়ে ওই ব্যক্তিই আমার সঙ্গে সেলফি তোলার ইচ্ছা প্রকাশ করেন। তখন আমি তাঁকে কাছে ডেকে সেলফি তুলি। এর কিছুক্ষণ পর আমার দেহরক্ষীরা দেখতে পান পানশালার ওই ব্যক্তি নানা দিক থেকে আমার ভিডিও তুলে অন্য কাউকে পাঠাচ্ছে। নিষেধ করা হলেও শোনেননি। এরপর ওই মদ্যপ ব্যক্তিকে পানশালা থেকে বের করে দেওয়া হয়।'

অনুপমের আরও বলেন যে, 'এরপর রবিবার সকালে জানতে পারি আমার বিরুদ্ধে শেক্সপীয়র সরণী থানায় এফআইআর হয়েছে।' এরপরই পুলিশের ভূমিকা নিয়ে সরব হন বিজেপি নেতা। বলেন, 'যেহেতু আমি বিজেপি করি তাই দ্রুততার সঙ্গে কারণ খতিয়ে না দেখেই এফাইআর দায়ের করেছে পুলিশ। অথচ বিজেপরি কর্মীরা মার খেলে পুলিশ অভিযোগ নিতে চায় না।' অভিযোগকারীকে তৃণূমূলের ঘনিষ্ট বলেও জানিয়েছেন তিনি।

পানশালার সিসিটি ফুটেজ খতিয়ে দেখার দাবি করেন অনুপম হাজরা। তিনি বলেন, 'অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা আইনী ব্যবস্থা নেব আমি।'

bjp
Advertisment