scorecardresearch

তিহাড়ে কেষ্টর কপালে চড়াম-চড়াম? দিল্লিতে গুড়-বাতাসা বিলিয়ে কী ইঙ্গিত অনুপমের?

দিল্লিতে অনুব্রত যাচ্ছেন শুনেই গুড়-বাতাসা বিলি শুরু করে দিয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

Anupam Hazra Anubrata Mandal Cow Smuggling Case
অনুব্রতকে কটাক্ষ অনুপমের।

অনুব্রতর মণ্ডলের দিল্লি-যাত্রার দিনেই খাস রাজধানীতে গুড়-বাতাসা বিলি করেন বিজেপি নেতা অনুপম হাজরা। ‘তৃণমূলে থেকে ক্ষুদিরাম হয়ে গেলেন উনি। যারা আসল অপরাধী, যাঁর বুদ্ধিতে উনি চলতেন তিনি এখন লাভপুরের বিধায়ক হয়ে ঘুরে বেড়াচ্ছেন।’ বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে বিঁধে এদিন এমনই বলেছেন অনুপম। অনুব্রত মণ্ডলের রাজসাক্ষী হয়ে যাওয়া উচিত বলেও মনে করেন এই বিজেপি নেতা। এরই পাশাপাশি কেষ্টকে বিঁধতে এদিন তাঁরই ‘চড়াম-চড়াম’ হুংকারও মুখে এনেছেন অনুপম।

শত চেষ্টাতেও দিল্লি যাত্রা এড়াতে পারলেন না বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কেষ্টর দিল্লিতে আগমনের দিনেই রাজধানীর রাস্তায় এদিন গুড়-বাতাসা বিলি করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তৃণমূলই অনুব্রত মণ্ডলকে ‘বলির পাঁঠা’ করল বলে মনে করেন বিজেপি নেতা। তিনি এদিন বলেন, ‘বেচারাকে বীর বীর সম্মান দিয়ে ক্ষুদিরাম বানানো হল। আমার মতে ওঁর উচিত এখন রাজসাক্ষী হয়ে যাওয়া। ওঁর কাছে অনেক তথ্য আছে। উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, দলও ওঁর পাশে নেই।’

আরও পড়ুন- কেষ্টর তিহাড়বাস সময়ের অপেক্ষা! দোলেই দিল্লিতে ‘বীরভূমের বাঘ’

একইসঙ্গে এদিন অনুব্রতর হুংকারেই এদিন তাঁকে বিঁধেছেন বিজেপির সর্বভারতীয় এই নেতা। প্রাক্তন সাংসদ আরও বলেন, ‘উনি তো সবই জানেন। তৃণমূলের জেলা সভাপতিদের মধ্যে একমাত্র তাঁরই দিদির বাড়ি অবধি যাতায়াত আছে। দিদির হাঁড়ির খবর জানেন উনি। এখানে চড়াম-চড়াম ঢাক যদি বাজানো যায় কালীঘাটের ভিতরের অনেক খবর বেরিয়ে আসবে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Anupam hazra on anubrata mandal