'টাকায়-সম্পত্তিতে পার্থকে বলে বলে ১০ গোল দেবেন কেষ্ট', বিস্ফোরক অনুপম

অনুব্রত মণ্ডলকে তুলোধনা করে এদিন যেন বোমা ফাটালেন অনুপম হাজরা।

অনুব্রত মণ্ডলকে তুলোধনা করে এদিন যেন বোমা ফাটালেন অনুপম হাজরা।

author-image
IE Bangla Web Desk
New Update
anupam hazra slams cow smuggling cbi tmc anubrata mandal

ফের অনুপমের নিশানায় অনুব্রত মণ্ডল।

বোমা ফাটালেন অনুপম। টাকায়-সম্পত্তিতে পার্থ চট্টোপাধ্যায়কে টেক্কা দেবেন অনুব্রত মণ্ডল, এমনই মনে করেন অনুপম হাজরা। একদা অনুব্রত মণ্ডলকে 'কাকু' বলে ডাকতেন অনুপম। আজ সেই কাকু ভাইপোর বিষ নজরে। কেষ্টকে তুলোধনা করে অনুপম হাজরা বলেন, ''সম্পত্তির যা বহর তাতে পার্থ চট্টোপাধ্যায়কে টেক্কা দেবেন কেষ্ট। সিবিআই যদি ওঁর ৪৫টি সম্পত্তির হদিশ পায় তবে আসল সংখ্যাটা ৪৫০ হবে।''

Advertisment

একটা সময়ে তৃণমূলে থাকাকালীন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন অনুপম হাজরা। বোলপুর থেকে তৃণমূলের টিকিটেই প্রথমবার সাংসদ পদে নির্বাচিত হন অনুপম। তবে এরপর নানা ঘটনাপ্রবাহের পর অনুপম এখন বিজেপিতে। তাঁর কাকু অনুব্রত মণ্ডল রয়ে যান তৃণমূলেই।

আজ সেই কাকুই গরু চুরির মামলায় জেলবন্দি। ফি দিন তদন্তে নেমে অনুব্রতর নতুন-নতুন সম্পত্তির হদিশ পেয়ে চোখ কপালে ওঠার জোগাড় সিবিআই অফিসারদের। সিবিআইয়ের দাবি, পাহাড়-প্রমাণ সম্পত্তির মালিক অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই নামে-বেনামে তাঁর নামে কোটি-কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলে সূত্রের দাবি।

Advertisment

আরও পড়ুন- ‘রাষ্ট্রপতি সুভাষচন্দ্র বসু সম্মেলনে যোগ দিতে আসছেন’, বৃদ্ধের জিম্মায় গৌরবের সেই ‘প্রচারপত্র’

এই আবহে এবার অনুব্রত মণ্ডলকে তুলোধনা করে সরব অনুপম হাজরা। এর আগে এসএসসি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে অনুপম মনে করেন, টাকা-সম্পত্তির তুলনা টানলে পার্থকে টেক্কা দেবেন কেষ্ট। অনুপমের কথায়, ''তিন-চার হাজার কোটি টাকার মালিক অনুব্রত মণ্ডল। কাঁধে গরু নিয়ে পাচার করতেন। তৃণমূলের লোকজনই তো বলত, আমি শুনতাম। ওঁর উপার্জন আগামী ১০টা প্রজন্ম বসে খাবে। গোটা বীরভূমে অর্থনীতির নব্বই শতাংশই কেষ্টবাবুর উপর নির্ভরশীল।''

আরও পড়ুন- বিশ্রামের ফাঁকে ফাঁকেই জেরা CBI-এর, মেয়ের জন্য মন খারাপ অনুব্রতর

এখানেই থেমে থাকেননি অনুপম। অনুব্রতকে বিঁধতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের প্রসঙ্গও টেনেছেন বিজেপি নেতা। তিনি বলেন, ''Ranking করা গেলে সম্পত্তির দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই কেষ্টবাবু থাকবেন।'' এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডল যা কামিয়েছেন তা জুড়লে উনি তিন থেকে চার হাজার কোটির মালিক হতে পারেন বলে ধারণা অনুপমের।

আরও পড়ুন- জেলে পার্থ-অনুব্রত, জোড়া ফুলের শীতল ‘খেলা’ জমজমাট, বাজিমাতে কে এগিয়ে?

partha chatterjee WB SSC Scam cbi Cow Smuggling anubrata mondal Anupam Hazra