scorecardresearch

বউ ‘পালিয়েছে’ সৌমিত্র’র, জ্বলছেন অনুপম! চরম হুঁশিয়ারি বিজেপি নেতার

কী মেসেজ আসছে অনুপমের কাছে?

anupam hazra soumitra khan sujata mondal divorce, বউ 'পালিয়েছে' সৌমিত্রর, জ্বলছেন অনুপম! চরম হুঁশিয়ারি বিজেপি নেতার
অনুপম হাজরা, সৌমিত্র খাঁ

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে তাঁর স্ত্রী সুজাতা মণ্ডলের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ইতিমধ্যেই উভয়ই মিউচুয়াল ডিভোর্সে সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। এসবের মধ্যেই বড় অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। ফেসবুক পোস্টে নিজের বিরক্তির কথা তুলে ধরে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অনুপমের অভিযোগ, অদ্ভুতভাবে সৌমিত্র খাঁয়ের সঙ্গে অনেকেই তাঁর মুখে মিল খুঁজে পান। মাঝে মধ্যেই তাঁর কাছে মেসেজও আসে। যেখানে নাকি বলা হয়, ‘নিজের বউ ধরে রাখতে পারেন না দেশ চালাবেন কি করে?’

গত প্রায় দেড়-দু’বছর ধরেই এ ধরণের ‘অবাঞ্ছিত’ মেসেজ অনুপম হাজরার কাছে ক্রমাগত আসছে বলে দাবি তাঁর। ফেসবুকে অনুপম লিখেছেন, ‘To Whom It May Concern। জানি না কিছু গর্ধব আমার সঙ্গে সৌমিত্র খাঁর মুখে কি মিল পান, মাঝে-মাঝেই মেসেজ করেন বলেন- “নিজের বউ ধরে রাখতে পারেন না দেশ চালাবেন কি করে?” আইনের আশ্রয় নিতে বাধ্য করবেন না।’

অনুপম হাজরার ফেসবুক পোস্ট

এই ঘটনায় তিতিবিরক্ত বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেছেন, ‘যেদিন থেকে সৌমিত্রর সঙ্গে ওঁর স্ত্রীর বিচ্ছেদ প্রকাশ্যে এসেছে তার পর থেকেই এধরণের মেসেজ আসছে। গত কাল সংসদে সাংসদ সৌগত রায়ের মন্তব্যের পর যেটা আরও বেড়েছে। সব কিছুর একটা সীমা থাকে। সেটা অতিক্রম করে যাচ্ছে এবার ফলে ঘটনাটা আমি পাবলিক ফোরামে দিতে বাধ্য হলাম।’ কেন এমন ভুল হচ্ছে? বিজেপির কেন্দ্রীয় নেতার জবাব, ‘আমি আর সৌমিত্র একসঙ্গেই সব সময় থাকতাম। তাই অনেকেই হয়তো গুলি ফেলত আমাদের। এখনও সেটাই হচ্ছে বলে মনে হয়। আমার মেসেজ বক্স, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ভরে যাচ্ছে নোংরামিতে। এ ধরণের ইয়ারকি মেনে নেওয়া যায় না। ভাবছি আইনের দ্বারস্থ হবো।’

আরও পড়ুন- দিনমজুরের ছেলের তাক-লাগানো কীর্তি, দাঁত কামড়ানো লড়াই অনুপ্রেরণা যোগাতে বাধ্য

উল্লেখ্য, বৃহস্পতিবার সংসদে তৃণমূল সাংসদ সৌগত রায় বক্তব্য রাখার সময় বিজেপির সৌমিত্র খাঁ টিপ্পনি কাটেন। পাল্টা কটাক্ষ ছুড়ে দেন সৌগত। বলেন, ‘তোমার বউ পালিয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। বউ চলে যাওয়ার পর ওর তার কেটে গেছে।‘ যদিও তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা অবশ্য সৌগত রায়কে সতর্ক করেন। একজন বর্ষীয়ান সাংসদের মুখ থেকে এই ধরনের কথা শোভা পায় না, জানান তিনি।

২০১৬ সালের ১ জুলাই ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ ও বড়জোড়ার সুজাতা মণ্ডল। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। আদালতের নিষেধাজ্ঞায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায়, স্বামীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেছিলেন সুজাতা। ২০১৯ সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী পেরোন সৌমিত্র। গত বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন সুজাতা। তারপর থেকেই দু’জনের সম্পর্কে ফাটল প্রকাশ্যে আসে। এখন তা আরও তিক্ত চেহারা নিয়েছে। যার জেরেই চরম সমস্যায় অনুপম হাজরা।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Anupam hazra soumitra khan sujata mondal divorce