মাধ্যমিকের কৃতীদের ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। কর্মসংস্থান ইস্যুতে বিঁধলেন রাজ্য সরকারকে।
এবারের মাধ্যমিকে পাস করেছেন ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। মেধা তালিকা লম্বা। কৃতীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। কিন্তু তাঁর শঙ্কা, এত লক্ষ লক্ষ ছেলে-মেয়ে প্রতিষ্ঠিত হয়ে কী করবেন?
ফল প্রকাশের পরপরই এ দিন নিজের টুইটারে অনুপম হাজরা লিখেছেন, 'আজ মাধ্যমিকের ফল প্রকাশ হলো, যারা ভালো ফল করলে তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন!!! কিন্তু দুঃখের বিষয় হলো পশ্চিমবঙ্গে খুব ভালো রেজাল্ট নিয়েও চাকরি পাওয়া মুশকিল!!! কারণ পশ্চিমবঙ্গে চাকরির প্রধান যোগ্যতা হলো, তুমি তৃণমূল করো কিনা!!!'
সম্প্রতি রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় পড়েছে। সিবিআইয়ের স্ক্যানারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। চাকরি গিয়েছে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের। বেআইনি নিয়োগের অভিযোগে চাকরি গিয়েছে অনেকের। এই পরিস্থিতিতে অনুপমের দাবি বিশেষ তাৎপর্যপূর্ণ। 'পশ্চিমবঙ্গে চাকরির প্রধান যোগ্যতা হলো, তুমি তৃণমূল করো কিনা!!!' দাবির মাধ্যমে মমতা সরকারকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা।
আরও পড়ুন- মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার, সাফল্যের নিরিখে সামান্য পিছিয়ে মেয়েরা
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যে শিল্প হচ্ছে। বাড়ছে ছোট, মাঝারি ও ক্ষুদ্ধ শিল্পের সংখ্যায়। স্বাভাবিকভাবেই বাংলার কর্মসংস্থানের হার ভালই। দেশের কর্মসংস্থানের তুলনায় পশ্চিমবঙ্গে চাকরির বাজারও কয়েকগুণ বেশি।