Advertisment

‘মমতা, প্লিজ একবার এনআরএসে আসুন’, করজোড়ে অনুরোধ অপর্ণা সেনের

অপর্ণা সেন বলেন, ‘‘আপনি শুধু রোগীদের মুখ্যমন্ত্রী নন, ডাক্তারদেরও মুখ্যমন্ত্রী। যতটা দায় ডাক্তারদের উপর চাপানো হচ্ছে, ততটা দায় প্রশাসনেরও রয়েছে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
aparna sen, mamata banerjee, অপর্ণা সেন, মমতা বন্দ্যোপাধ্যায়

অপর্ণা সেন ও মমতা বন্দ্যোপাধ্যায়।

‘‘আপনি ওদের মায়ের মতো, আমাদের অনুরোধ আপনি একবার এসে কথা বলুন’’, এনআরএসকাণ্ডে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানালেন অভিনেত্রী-পরিচালক তথা সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে 'আমরা পরিবর্তন চাই' ফেস্টুনের অন্যতম মুখ অপর্ণা সেন। শুক্রবার সকালে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, বোলান গঙ্গোপাধ্যায় প্রমুখরা। উল্লেখ্য, এনআরএসকাণ্ডে বারবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পাঠালেও এখনও এনআরএস মুখো হননি মমতা। বরং বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে দেখা যায় কড়া মেজাজের মমতাকে। এ প্রসঙ্গেই ক্ষোভ উগড়ে এনআরএসের জুনিয়র ডাক্তাররা বলেন, ‘‘উনি এসএসকেএমে গেলেন, এখানে এলেন না কেন?’’ এই প্রেক্ষাপটে এদিন এনআরএস-এর প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশিষ্টদের এমন অনুরোধ রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisment

আরও পড়ুন: NRS doctors’ protest Live: এনআরএসকাণ্ডে ইস্তফা দিলেন আরও দুই চিকিৎসক

aparna sen,  অপর্ণা সেন এনআরএসে অপর্ণা সেন। ছবি: শশী ঘোষ।

শুক্রবার এনআরএস হাসপাতালে গিয়ে অপর্ণা সেন বলেন, ‘‘আপনি (মমতা) ওদের নিজের মায়ের মতো, আমাদের অনুরোধ একবার এসে কথা বলুন। চন্দ্রিমা ভট্টাচার্য পূর্ণমন্ত্রী নন। আপনি স্বাস্থ্যমন্ত্রী। আমি তো এসে কথা বলছি। আমি তো কেউ না। আপনাকে অনুরোধ করছি, হাতজোড় করে অনুরোধ করে বলছি, এসে কথা বলুন। ওদের সমস্যা বোঝার চেষ্টা করুন। নিজের অবস্থান থেকে সরে আসুন একটু। কেউ কিছু বলে থাকলে, যদি আঘাত লেগে থেকে আপনার, তাহলে আপনি তো বড়, অভিভাবক ওদের। প্লিজ আসুন। আপনি অভিভাবক, আপনি আসছেন না, ওরা তাই অভিমান করে রয়েছে, সমস্যাটা বুঝুন প্লিজ’’।

আরও পড়ুন: এনআরএসকাণ্ডে ইস্তফা অধ্যক্ষ-সুপারের

অপর্ণা সেন আরও বলেন, ‘‘আপনি শুধু রোগীদের মুখ্যমন্ত্রী নন, ডাক্তারদেরও মুখ্যমন্ত্রী। যতটা দায় ডাক্তারদের উপর চাপানো হচ্ছে, ততটা দায় প্রশাসনেরও রয়েছে। যতক্ষণ না ডাক্তারদের প্রয়োজনীয় পরিকাঠামো ঠিক করা হচ্ছে, যতক্ষণ না সব সিসিটিভি ঠিক করা হচ্ছে, ততক্ষণ এই ডাক্তাররা নিরাপদ নন। এই আন্দোলনের দায় প্রশাসনেরও’’। অন্যদিকে, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন ক্ষোভের সুরে বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে উনি সকলের মুখ্যমন্ত্রী, কোনও নির্দিষ্ট দলের নয়’’।

প্রসঙ্গত, এনআরএসকাণ্ডে জখম জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে হাসপাতালে দেখতে না যাওয়ার প্রসঙ্গে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সব জায়গায় তো যাব না। যেখানে যাওয়ার দরকার যাব। কেউ আমায় বলে দিতে পারে না কোথায় যাব আর কোথায় যাব না। সব জায়গায় যেতে হলে অন্যরা কী করবে, মন্ত্রী পাঠালাম তাঁর কোনও গুরুত্ব নেই? পুলিশ কমিশনার পাঠালাম কোনও গুরুত্ব নেই? সবজায়গায় ব্ল্যাকমেলিং পলিটিক্স চলে না।’’।

Mamata Banerjee
Advertisment