Advertisment

সাতসকালে তির-ধনুক হাতে শিকারি মেজাজে দিলীপ! লক্ষ্য স্থির করতেই এই প্র্যাকটিস?

সাতসকালে তির হাতে লক্ষ্যভেদ করতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে।

author-image
Joyprakash Das
New Update
Archery by Dilip Ghosh at Eco Park

ইকো পার্কে দিলীপ ঘোষের তিরন্দাজি।

এবার গুজরাটের আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। এমনকী এর আগে ইডেনে ক্রিকেট দেখতে গিয়েছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষও। ক্রিকেট ব্যাট হাতেও রাজনীতিকদের কেরামতি দেখা যায়। এবার সাতসকালে তির হাতে লক্ষ্যভেদ করতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে। কয়েকটি তির তো পুরো নিশানায় গেঁথে গেল। অবশ্য বোর্ডে স্পর্শ দূরে ছিটকেও গিয়েছে কোনও তির।

Advertisment

ইকো পার্কে দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ নিত্য দিনের ঘটনা। আশে পাশে লোকলস্করও থেকে যায়। আজ, বৃহস্পতিবার যেন রীতি মতো দর্শক জমে যাওয়ার জোগাড়। হলুদ, কমলা, নীল, কালো, সাদা নম্বর দেওয়া বোর্ড থেকে প্রায় ২৫ ফুট দূরে ধনুক নিয়ে দাঁড়িয়েছেন খড়্গপুরের সাংসদ। দিলীপ ঘোষের হাতে পাশ থেকে ক্রমাগত তির সরবরাহ করা হচ্ছে। পেশাদারি ঢঙে তিনি একের পর এক তির ছুঁড়ছেন বোর্ড লক্ষ্য করে।

কোনওটা তো একেবারে মাঝে ১০ নম্বরের গায়ে গেঁথে গিয়েছে। বোর্ডে যেমন আটকে গিয়েছে পাশাপাশি কোনও তির ছিটকে বাইরে বেরিয়ে গিয়েছে। তখন আবার আশপাশ থেকে আপশোষের সুরও শোনা গিয়েছে। সাতসকালে অনেকেই বিজেপি নেতার এই প্র্যাকটিস দেখে সেখানে দাঁড়িয়ে যান। লোকসভা ভোটের আগে তির-ধনুক হাতে কোনও বার্তা দিতে চাইছেন? জবাবে দিলীপ ঘোষ বলেন, 'স্পোর্টস খেলাধুলা সবাই করে। আমরাও করছি।'

তবে এদিন তিনি ভারতের বিশ্বকাপ ক্রিকেট পরাজয়ের সঙ্গে তুলা টেনেছেন বিরোধী জোটের। অভিযোগ উঠেছে বামেদের ব্রিগেডে সভা করতে দিতে চাইছে না রাজ্য সরকার। অথচ বামেরা ইন্ডিয়া জোটের শরিক। এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, 'কে কার জোটে আছে। কোথায় আছে জোট। ইন্ডিয়া কোথায় বোঝা যাচ্ছে না। ইন্ডিয়া ক্রিকেটে হেরে গিয়েছে। এই ইন্ডিয়া জোটের অবস্থা তার থেকেও খারাপ হয়ে গিয়েছে। কেউ সভা করতে চাইলে সরকার আটকাতে পারে না। তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। এটা অগণতান্ত্রিক, স্বৈরাচারী মানসিকতা।'

আরও পড়ুন- ফের চোখের সমস্যায় কাবু অভিষেক, দেখে এসেছেন মমতা

লোকসভা ভোট দুয়ারে কড়া নাড়ছে। রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। কোনঠাসা, বসে যাওয়া কর্মীরা যাতে লোকসভা নির্বাচনের আগে বিগড়ে না যায় তার জন্য দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা তাঁদের নিয়ে সভা-সমাবেশ করছেন। দলে রাখতেই যে এই উদ্যোগ তা নিয়ে কোনও রাখঢাকও করছেন না। এই পরিস্থিতিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও মাঝে-মধ্যে দলে অবহেলিতদের হয়ে ব্যাট ধরেছেন। এবার তীর নিয়ে খেলা করলেন দিলীপ ঘোষ। আদৌ লক্ষ্য কি তা কিন্তু খোলসা করেননি দলের প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি। রাজনৈতিক মহলের মতে, তির-ধনুকের খেলায় কিন্তু শুধু ওই বোর্ড নয়, অন্য কোনও লক্ষ্য বস্তু স্থির করার সম্ভাবনা রয়েছে।

dilip ghosh West Bengal kolkata bjp
Advertisment