Advertisment

Arpita Mukherjee: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন 'বান্ধবী' অর্পিতার, পার্থ চট্টোপাধ্যায় জেলেই থাকলেন?

Arpita Mukherjee gets bail: এদিকে, পার্থের জামিনের বিষয়টি নিয়ে একমত হতে পারেননি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
ed found rs 8 crore from partha arpita's freezed bank account

Arpita Mukherjee: জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।

Arpita Mukherjee gets bail: নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সোমবার কলকাতার বিচার ভবন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতাকে জামিন দিয়েছে। ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট মিলিয়ে মোট ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল অর্পিতার কাছ থেকে। সেই গ্রেফতারির পর আড়াই বছর পর ছাড়া পেলেন অর্পিতা। এদিকে, যদিও একই মামলায় পার্থর জামিন মামলা এখনও ঝুলে রইল।

Advertisment

সূত্রের খবর, শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন 'অপা'র অর্পিতা। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দেওয়া হয়েছে। কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। মামলা চলাকালীন বাইরে যেতে পারবেন না অর্পিতা। পাসপোর্টও জমা রাখতে হবে পাসপোর্ট।

শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই নাকতলায় পার্থর বাড়িতে হানা দিয়েছিল ইডি। দীর্ঘ তল্লাশি এবং জেরার পর ২৩ জুলাই সকালে তাঁকে গ্রেফতার করা হয়। পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। দুই জায়গায় তিনটি ফ্ল্যাট মিলিয়ে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা নগদ এবং ৫ কোটি ৮ লক্ষ টাকার গয়না বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। সাতটি বিদেশি মুদ্রাও ছিল।

আরও পড়ুন ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ভাগ্য! পাঁচ জনের মামলা যাচ্ছে তৃতীয় বেঞ্চে

তখন শুধুমাত্র দুর্নীতি মামলায় অর্পিতার কাছ থেকেই নগদ টাকা উদ্ধার হয়েছিল। এছাড়া আর কোনও টাকা উদ্ধার হয়নি কোথাও থেকে। শুধুমাত্র অর্পিতার কাছ থেকেই নগদ টাকা এবং গয়না উদ্ধার হওয়ায় অনেকেরই মনে হয়েছিল, জামিন পাওয়া মুশকিল হবে অর্পিতার। কিন্তু বাস্তবে দেখা গল, পার্থের আগে জামিন পেলেন তাঁর বান্ধবী অর্পিতাই।

এদিকে, পার্থের জামিনের বিষয়টি নিয়ে একমত হতে পারেননি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়।

 

partha chatterjee West Bengal west bengal latest news Primary Teacher Recruitment Arpita Mukherjee Recruitment Scam West Bengal News
Advertisment