SSC Recruitment Case: কলকাতা হাইকোর্টে বুধবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ-৯ জনের জামিন মামলার রায়দান ছিল। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকিরা। দুর্গাপুজোর আগেই জামিন আবেদনের শুনানি শেষ হয়েছিল। আজ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে ছিল জামিন মামলার রায়দান। তবে দুই বিচারপতির ভিন্ন মত থাকায় ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি ৫ জনের জামিন মামলার রায়দান।
পার্থ চট্টোপাধ্যায়দের কাছে এ যেন তীরে এসে তরী ডোবার মতো ঘটনা। দুর্গাপুজোর আগেই জামিন আবেদনের শুনানি পর্ব মিটে গিয়েছিল। আজ ছিল রায়দান। কিন্তু রায়দানের সময় দুই বিচারপতির দুই মত থাকায় বিপত্তি বাধে। এক বিচারপতি সকলের জামিন মঞ্জুর করলেও বেঁকে বসলেন অন্য বিচারপতি। সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়দের জামিন মামলা গেল কলকাতা হাইকোর্টের তৃতীয় বিচারপতির বেঞ্চে।
উল্লেখ্য, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ৯ জনের জামিন মামলার রায়দান ছিল। কিন্তু জামিনের সিদ্ধান্ত নিয়ে দুই বিচারপতির দুই মত থাকায় আপাতত তা ঝুলে রইল। বিচারপতি বন্দ্যোপাধ্যায় এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি ৯ জনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিংহ রায় এই মামলায় শুধুমাত্র শেখ আলি ইমাম, কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত রায় ও চন্দন মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি পাঁচজনের জামিনের আবেদন তিনি খারিজ করেছেন।
দুই বিচারপতির ভিন্ন মত থাকার কারণে পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের বিষয়টি কার্যত ঝুলেই রইল। এই মামলা এবার কলকাতা হাইকোর্টের তৃতীয় বিচারপতির বেঞ্চে যাবে। সেখানেই হবে জামিন মামলার চূড়ান্ত রায়দান। কোন বিচারপতির বেঞ্চে মামলাটি যাবে তা ঠিক করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে একাধিকবার জামিনের আবেদন করে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে জামিনের আবেদন করেছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, শান্তি প্রসাদ সিনহারাও। আজ তাঁদের জামিনের আবেদনের রায়দান ছিল। তবে বিচারপতিদের ভিন্ন মত থাকার কারণে রায়দান প্রক্রিয়া ঝুলেই রইল।