Advertisment

SSC Recruitment Case: ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ভাগ্য! পাঁচ জনের মামলা যাচ্ছে তৃতীয় বেঞ্চে

SSC Recruitment Case: দুর্গাপুজোর আগেই পার্থ চট্টোপাধ্যায়-সহ এসএসসি দুর্নীতিতে ধৃত আরও ৯ জনের জামিনের মামলার শুনানি প্রক্রিয়া শেষ হয়েছিল। বুধবার ছিল মামলার রায়দান।

author-image
IE Bangla Web Desk
New Update
SSC Recruitment Case Partha Chatterjee : এসএসসি নিয়োগ মামলা পার্থ চট্টোপাধ্যায়

ssc recruitment case: পার্থ চট্টোপাধ্যায়দের জামিন ভাগ্য ঝুলে রইল।

SSC Recruitment Case: কলকাতা হাইকোর্টে বুধবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ-৯ জনের জামিন মামলার রায়দান ছিল। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকিরা। দুর্গাপুজোর আগেই জামিন আবেদনের শুনানি শেষ হয়েছিল। আজ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে ছিল জামিন মামলার রায়দান। তবে দুই বিচারপতির ভিন্ন মত থাকায় ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি ৫ জনের জামিন মামলার রায়দান।

Advertisment

পার্থ চট্টোপাধ্যায়দের কাছে এ যেন তীরে এসে তরী ডোবার মতো ঘটনা। দুর্গাপুজোর আগেই জামিন আবেদনের শুনানি পর্ব মিটে গিয়েছিল। আজ ছিল রায়দান। কিন্তু রায়দানের সময় দুই বিচারপতির দুই মত থাকায় বিপত্তি বাধে। এক বিচারপতি সকলের জামিন মঞ্জুর করলেও বেঁকে বসলেন অন্য বিচারপতি। সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়দের জামিন মামলা গেল কলকাতা হাইকোর্টের তৃতীয় বিচারপতির বেঞ্চে।

উল্লেখ্য, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ৯ জনের জামিন মামলার রায়দান ছিল। কিন্তু জামিনের সিদ্ধান্ত নিয়ে দুই বিচারপতির দুই মত থাকায় আপাতত তা ঝুলে রইল। বিচারপতি বন্দ্যোপাধ্যায় এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি ৯ জনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিংহ রায় এই মামলায় শুধুমাত্র শেখ আলি ইমাম, কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত রায় ও চন্দন মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি পাঁচজনের জামিনের আবেদন তিনি খারিজ করেছেন।

আরও পড়ুন- Travel: সবুজে ঘেরা ভূখণ্ডের অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক শোভা! হৃদয় জুড়োবে কলকাতার কাছের ফাটাফাটি এতল্লাট!

দুই বিচারপতির ভিন্ন মত থাকার কারণে পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের বিষয়টি কার্যত ঝুলেই রইল। এই মামলা এবার কলকাতা হাইকোর্টের তৃতীয় বিচারপতির বেঞ্চে যাবে। সেখানেই হবে জামিন মামলার চূড়ান্ত রায়দান। কোন বিচারপতির বেঞ্চে মামলাটি যাবে তা ঠিক করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। 

আরও পড়ুন- Howrah Station New Bridge: হাওড়া স্টেশনে ৯০ বছরের পুরনো রেলব্রিজ ভাঙার সিদ্ধান্ত, যাত্রীদের সুবিধার্থে বাম্পার প্ল্যান

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে একাধিকবার জামিনের আবেদন করে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে জামিনের আবেদন করেছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, শান্তি প্রসাদ সিনহারাও। আজ তাঁদের জামিনের আবেদনের রায়দান ছিল। তবে বিচারপতিদের ভিন্ন মত থাকার কারণে রায়দান প্রক্রিয়া ঝুলেই রইল।

partha chatterjee highcourt SSC recruitment WB SSC Scam SSC
Advertisment