Arrested 2 from Murshidabad on charges of being associated with militant organizations: ফের জঙ্গিযোগের অভিযোগে গ্রেপ্তারি রাজ্যে। মুর্শিদাবাদের নওদা থেকে গ্রেপ্তার ২ যুবক। ধৃত দু'জনের মধ্যে একজন কেরল থেকে জঙ্গি যোগে গ্রেপ্তার হওয়া ধৃত শাদ রাডির পিসতুতো ভাই বলে জানা গিয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারদের। জঙ্গিদের জাল এরাজ্যে আর কোথায় কোথায় বিছনো রয়েছে তা জানার মরিয়া চেষ্টায় পুলিশকর্তারা। ইতিমধ্যেই ধৃতদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে বলে সূত্রের খবর।
গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সব যুবকদের দফায় দফায় জেরা করে এরাজ্যেও জঙ্গি তৎপরতার খবর মেলে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের দিকে দিকে তল্লাশি চালাচ্ছে STF। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স রবিবার মধ্যরাতে মুর্শিদাবাদের নওদা থেকে দু'জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে আশঙ্কা পুলিশের।
রবিবার রাতে যে দু'জন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে একজন কেরল থেকে জঙ্গি যোগে ধৃত শাদ রাডির পিসতুতো ভাই সাজিবুল ইসলাম। সাজিবুলকে জেরা করেই মুস্তাকিম নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। দু'জনের সঙ্গেই জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। উল্লেখ্য, দিন কয়েক আগেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই মুর্শিদাবাদ থেকেই দু'জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পশ্চিমবঙ্গ ছাড়াও গত কয়েকদিনে অসম, কেরল থেকেও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন- Sikkim: নতুন বছরের শুরুতেই বিরাট দুঃসংবাদ! পর্যটকদের জন্য বন্ধ সিকিমের অত্যন্ত জনপ্রিয় এই কেন্দ্র
কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেপ্তার করা হয়েছিল জম্মু-কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে। IED বানানোয় অত্যন্ত পারদর্শী এই জাভেদ পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছিল বলে জেনেছিলেন গোয়েন্দারা। জম্মু-কাশ্মীর থেকে সড়ক পথে দিল্লি এসে বিমানে কলকাতায় নামেন জাভেদ। তারপর ক্যানিংয়ে এসে এক আত্মীয়ের বাড়িতে উঠেছিল এই জঙ্গি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
আরও পড়ুন- Sikkim: নতুন বছরের শুরুতেই বিরাট দুঃসংবাদ! পর্যটকদের জন্য বন্ধ সিকিমের অত্যন্ত জনপ্রিয় এই কেন্দ্র