Advertisment

Sikkim: নতুন বছরের শুরুতেই বিরাট দুঃসংবাদ! পর্যটকদের জন্য বন্ধ সিকিমের অত্যন্ত জনপ্রিয় এই কেন্দ্র

Sikkim-Nathula: পর্যটনের ভরা মরশুমে দিকে দিকে ভিড়ে ভিড়াক্কার। এই পরিস্থিতিতে সিকিমের এই অপূর্ব পর্যটনকেন্দ্র বন্ধ থাকার খবরে মন খারাপ পর্যটকদের।

author-image
IE Bangla Web Desk
New Update
north sikkim,mangan district,west bengal,tourists,উত্তর সিকিম,মঙ্গন,পর্যটক

Sikkim: সিকিমের পাহাড়ি পথ।

Nathula in Sikkim closed for tourists on January 1, 2025: বাংলার পড়শি রাজ্য সিকিমের নাথুলা, বাবা মন্দির,ছাঙ্গু, গুরুদোংমার লেক থেকে শুরু করে বিভিন্ন তল্লাট ভ্রমণরসিকদের দারুণ পছন্দের। বছরের অন্যান্য সময়ে তো বটেই, এই শীতকালেও সিকিমে কাতারে কাতারে পর্যটক ভিড় জমান। সিকিমের নাথুলা বরাবরই পর্যটকদের আকর্ষণ করে। তবে আগামীকাল অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের এই নাথুলায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

Advertisment

নাথুলায় আগামিকাল অর্থাৎ ১ জানুয়ারি সীমান্তরক্ষী বাহিনীর একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। সেই কারণেই বুধবার সেখানে পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র একদিনের জন্যই। ১ জানুয়ারি নাথুলা যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও সিকিমের অন্যান্য জায়গায় যেতে বাধা নেই পর্যটকদের।

উল্লেখ্য, ২০২৪-এর জুনে একটানা বৃষ্টির জেরে সিকিমের দিকে দিকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বানভাসি পরিস্থিতিতে বহু ঘর-বাড়ি ধ্বসে-ভেঙে গিয়েছিল। দিকে দিকে রাস্তায় ধ্বস নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পাহাড়ি বিভিন্ন এলাকায় পর্যটকরা আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধারে এয়ারলিফট পর্যন্ত করতে হয়েছে সিকিম প্রশাসনকে। প্রাকৃতিক বিপর্যয়ের সেই ঘটনার পর বেশ কয়েক মাস সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। 

আরও পড়ুন- West Bengal Weather:আজ বর্ষবরণের রাত থেকেই নামবে পারদ, ঠান্ডা হাড় কাঁপাবে এসপ্তাহেই?

Advertisment

এমনকী সেই সময়ে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছিল যে খোদ সিকিম সরকারকে সে রাজ্যে ঘুরতে যেতে নিষেধ করতে হয়েছিল। তারপর থেকে কয়েকমাস ধরে যুদ্ধকালীন তৎপরতায় চলেছে সংস্কারের কাজ। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে গোটা সিকিম। ফি বারের মতো এবারও পর্যটনের ভরা মরশুমে বাংলার পড়শি রাজ্যে কাতারে কাতারে ভিড় পর্যটকদের।

Bangla News news of west bengal tourism industry North Sikkim North Sikkim Tour sikkim tourism Bengali News Today
Advertisment