/indian-express-bangla/media/media_files/2025/03/25/MeaNVwVGrSrfoy25wTjR.jpg)
রাহুলের মন্তব্যে তুমুল শোরগোল
Rahul Gandhi: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। রাহুলের অভিযোগ— কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাঁকে জেটলি হুমকি দিয়েছিলেন। এই দাবিকে 'মিথ্যা' ও 'কাল্পনিক' বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
"অরুণ জেটলি ছিলেন সম্মানীয়, সকল দলের কাছে গ্রহণযোগ্য’
সংবাদ সংস্থা আইএএনএস-এর সঙ্গে সাক্ষাৎকালে অনুরাগ ঠাকুর বলেন, “অরুণ জেটলি রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতেন। সকল রাজনৈতিক দলের কাছে তিনি ছিলেন সম্মানীয় ও শ্রদ্ধার পাত্র। তিনি আমাদের মতো অনেক নেতার 'অভিভাবক' ছিলেন। তার অভিজ্ঞতা ও পরামর্শের মূল্য ছিল অপরিসীম।”
‘রাহুল গান্ধী মিথ্যা বলছেন, জেটলি ২০১৯-এ মারা যান’
অনুরাগ ঠাকুর তীব্র ভাষায় বলেন, “রাহুল গান্ধী বলছেন অরুণ জেটলি তাকে কৃষি আইনের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য হুমকি দিয়েছেন। অথচ সত্যি হল, অরুণ জেটলি ২৪ আগস্ট, ২০১৯ সালে প্রয়াত হন। আর কৃষি আইন সংসদে পাস হয় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। মৃত মানুষ কীভাবে হুমকি দিতে পারেন?”
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর কংগ্রেসের কড়া সমালোচনা করে বলেন, “আজকের কংগ্রেস দল বিভ্রান্তি ও প্রতারণার রাজনীতি করছে। রাহুল গান্ধী বাস্তবতা থেকে অনেক দূরে, নিজের কল্পনার জগতে বাস করছেন। দেশের নানা প্রান্তে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা চলছে। তাঁর উচিত, অরুণ জেটলির পরিবার ও গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া।”
রোহন জেটলির প্রতিক্রিয়া: ‘আমার বাবা কাউকে হুমকি দিতেন না’
প্রাক্তন মন্ত্রীর পুত্র ও রাজ্যসভার সদস্য রোহন জেটলি বলেন, “রাহুল গান্ধীকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার বাবা ২০১৯ সালে প্রয়াত হন। কৃষি আইন পাস হয় ২০২০ সালে। তাঁর মধ্যে কখনোই কাউকে হুমকি দেওয়ার প্রবণতা ছিল না। তিনি ছিলেন একজন কট্টর গণতন্ত্রী, সর্বদা বিভেদের মধ্যেও ঐক্য গড়ে তুলতে বিশ্বাসী ছিলেন।”