Advertisment

বাংলায় দুয়ারে অশান্তি: ২০১৮ পঞ্চায়েত ভোট ফিরে দেখার পালা!

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা হতেই রাজ্যের নানা প্রান্তে অশান্তি শুরু হয়েছে।

author-image
Joyprakash Das
New Update
As panchayat nomination begins chaos starts just like repeat telecast of 2018

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গণ্ডগোলের খবর মিলছে।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা হতেই রাজ্যের নানা প্রান্তে অশান্তি শুরু হয়েছে। ইতিমধ্যে মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছেন এক কংগ্রেস কর্মী। দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। ডোমকলে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতিকে বিডিও অফিস চত্বরে হাতে নাতে রিভলবার-সহ গ্রেফতার পুলিশের। যদিও তাঁকে নিজেদের হেফাজতে নেয়নি পুলিশ। এছাড়াও মনোনয়ন জমাকে কেন্দ্র করে গন্ডগোল তো লেগেই রয়েছে। তাহলে এবারও কি পঞ্চায়েত নির্বাচনে দেখা যাবে ২০১৮-এর প্রতিচ্ছবি? এই প্রশ্নেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Advertisment

২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন থেকে অভিষেক ঘোষণা করে আসছেন ২০২৩ পঞ্চায়েত নির্বাচন হবে শান্তিপূর্ণ। কোনও হিংসার ঘটনা ঘটবে না। ২০১৮-এর পঞ্চায়েত ভোটের প্রভাব লোকসভা নির্বাচনে পড়েছিল বলেও স্বীকার করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তা সত্ত্বেও এবারও যেভাবে পঞ্চায়েত নির্বাচনে দুয়ারে অশান্তি শুরু হয়েছে, তা নিয়ে আতঙ্কিত রাজ্যবাসী।

শনিবার উত্তর ২৪ পরগনার নবজোয়ার যাত্রায় অভিষেক বলেছেন, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কেউ কোনওরকম প্ররোচনায় পা দেবেন না। কেউ এই ধরনের ঝামেলায় জড়াবেন না। তাঁর বক্তব্য, মনোনয়ন নিয়ে অশান্তি করবেন না, করতেও দেবেন না। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব সাধারণ সম্পাদকের কথায় কর্ণপাত করছেন না? কি কৌশল তৃণমূলের? পঞ্চায়েত নির্বাচন এলেই রাজ্যে খুন-জখমের চিত্র ভেসে ওঠাই এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে তাহলে সাধারণ মানুষের কোটি কোটি টাকা খরচ করে ভোটের প্রয়োজন কেন?

আরও পড়ুন- ‘মহিলার হাতের অর্ধেক কেটে দিয়েছে, গরু-ছাগলের লেজও ছাড়েনি’, মারাত্মক অভিযোগ অধীরের

২০১৮-তে রাজ্যে গ্রামপঞ্চায়েত নির্বাচনে অশান্তি প্রত্যক্ষ করেছে সাধারণ মানুষ। পাঁচ বছরের মাথায় ভোট ঘোষণা হতেই সেই ইতিহাস যেন ফিরে দেখার পালা চলছে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি পুলিশ-প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে বিরোধী শিবির।

আরও পড়ুন- সোমবার থেকেই সাংঘাতিক ঘটনার আশঙ্কা দিলীপের! মারাত্মক ইঙ্গিতে কাঁপুনি ধরালেন বিজেপি নেতা

রাজনৈতিক মহলের মতে, মনোনয়ন জমাকে কেন্দ্র করেই যদি এত অশান্তির ঘটনা ঘটে তবে নির্বাচন পর্যন্ত আর কি কি ঘটতে পারে, ভোট কি শান্তিতে মিটবে? এই আতঙ্ক গ্রাস করেছে রাজ্যবাসীকে। অভিজ্ঞ মহলের বক্তব্য, দুবছর ধরে তৃণমূলের সাধারণ সম্পাদক অশান্তিহীন পঞ্চায়েত নির্বাচনের আশ্বাস দেওয়ার পরও কিভাবে চতুর্দিকে গন্ডগোল ঘটছে তা ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।

tmc bjp CONGRESS panchayat election CPIM West Bengal bengal panchayat election 2023
Advertisment