Advertisment

Doctor’s Protest: 'আপনার হস্তক্ষেপ অন্ধকারে আলোর পথ দেখাবে', রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র ডাক্তারদের

Doctor’s Protest:আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত। টানা তৃতীয় দি্নের চেষ্টাতেও রাজ্যের সঙ্গে আলোচনা সম্ভব হয়নি আন্দোলনকারী চিকিৎসকদের। এবার রাষ্ট্রপতিকে চিঠি লিখে অচলাবস্থা কাটানোর আবেদন জানিয়েছেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
RGKar



Doctor’s Protest:  আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত। টানা তৃতীয় দি্নের চেষ্টাতেও রাজ্যের সঙ্গে আলোচনা সম্ভব হয়নি আন্দোলনকারী চিকিৎসকদের। এবার রাষ্ট্রপতিকে চিঠি লিখে অচলাবস্থা কাটানোর আবেদন জানিয়েছেন তাঁরা। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে লেখা চার পাতার এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে জেপি নাড্ডাকে। 

Advertisment

৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের পর থেকে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে সামিল হয়েছে জুনিয়র ডাক্তাররা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের চার পাতার চিঠিতে জুনিয়র ডাক্তাররা "চিকিৎসকদের ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন"। উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট আন্দোলনরত চিকিৎসকদের ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার আবেদন জানান। যদিও সুপ্রিম কোর্টের আহ্বানে সাড়া দেননি জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যে রাজ্য সরকারের কাছে ৫ দফা দাবি জানিয়েছেন তারা। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবি সহ অন্যান্য কর্মরত চিকিৎসকদের নিরাপত্তায় হস্তক্ষেপের দাবি জানান হয়েছে।

গণধর্ষণের চেষ্টা, ডাক্তারের পুরুষাঙ্গ ছিন্নভিন্ন করে 'শাস্তি' দিলেন নার্স

চিকিৎসকরা চিঠিতে লিখেছেন, দেশের প্রধান হিসেবে আমরা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চাই আমাদের সহকর্মীরা যারা অপরাধের শিকার হয়েছে তাঁর ন্যায্য বিচার হোক। আপনার হস্তক্ষেপের পরেই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ভয় ও আশঙ্কা ছাড়াই জনসাধারণের প্রতি তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।  পাশাপাশি লেখা হয়েছে আপনার হস্তক্ষেপ কঠিন সময়ে আমাদের জন্য 'আলোর রশ্মি' হিসেবে কাজ করবে। আমাদের অন্ধকার থেকে মুক্তির পথ দেখাবে।

পরকীয়ার প্রতিবাদ স্বামীর, চরম শাস্তি দিয়ে গরাদে স্ত্রী

 উল্লেখ্য, গত ৯ আগস্ট হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। এর পর থেকে ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ চলছে। এই ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। 

Droupadi Murmu RGKar medical college & hospital Doctors Death
Advertisment