Pahalgham Terror Attack:'পহেলগাঁও কাণ্ডে নিহতদের রক্ত ​​এখনও শুকায়নি...' এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মোদীকে কড়া চিঠি

Pahalgham Terror Attack:জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ক্রিকেট ম্যাচের তীব্র আপত্তি জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত।

Pahalgham Terror Attack:জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ক্রিকেট ম্যাচের তীব্র আপত্তি জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত।

author-image
IE Bangla Web Desk
New Update
এশিয়া কাপ, সঞ্জয় রাউত চিঠি, পহেলগাঁও হামলা, মোদীকে চিঠি, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ, শিবসেনা ইউবিটি, পাকিস্তান সন্ত্রাস, শহিদদের রক্ত, রাউতের অভিযোগ, ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ, অপারেশন সিঁদুর, ক্রিকেট ম্যাচ বিতর্ক, হিন্দুত্ব বনাম ক্রিকেট, শিবসেনা সমালোচনা, পাকিস্তানের সঙ্গে ম্যাচ আপত্তি

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মোদীকে কড়া চিঠি

Pahalgham Terror Attack: 'পহেলগাঁও হামলায় নিহতদের রক্ত ​​এখনও শুকায়নি...',এশিয়া কাপ নিয়ে মোদীকে কড়া চিঠি 

Advertisment

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ক্রিকেট ম্যাচের তীব্র আপত্তি জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। তিনি এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। রাউত চিঠিতে লিখেছেন যে পহেলগাঁও  হামলায় নিহত ভারতীয়দের রক্ত ​​এখনও শুকায়নি এবং তাদের পরিবারের চোখ এখনও জল টাটকা! এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলা এক অমানবিক এবং সংবেদনশীল পদক্ষেপ।

আরও পড়ুন- ২ কেজি খাসির মাংসের দামে ৭০০ গ্রামের ইলিশ! দাম শুনেই মাথায় হাত, কলকাতাকে 'হিংসা' বাংলাদেশের

Advertisment

শিবসেনা সাংসদ প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠিতে উল্লেখ করেছেন, এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সবুজ সংকেত দেওয়ার খবর ভারতীয়দের জন্য অত্যন্ত বেদনার। স্পষ্টতই, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন ছাড়া এটা কোনভাবেই সম্ভব হত না। সঞ্জয় রাউত আরও বলেছেন,  প্রধানমন্ত্রী নিজেই বারে বারে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শেষ হয়নি। যদি এখনও সংঘাত চলতে থাকে, তাহলে আমরা কীভাবে পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারি? 

তিনি অভিযোগ করেন, পহেলগাঁওয়ে পাক সন্ত্রাসবাদীরা হামলা চালিয়ে বহু পরিবারের সর্বনাশ করেছে, একাধিক মহিলার সিঁদুর মুছে দিয়েছে। সেই মায়েদের ও বোনদের বেদনা উপেক্ষা করে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা শহিদদের আত্মত্যাগের প্রতি এক বিরাট অবমাননা। রাউত প্রশ্ন তোলেন, “আপনি নিজেই বলেছেন রক্ত আর জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না, তবে কি এখন রক্ত আর ক্রিকেট একস্রোতে বইতে পারে?"  

আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা! বর্ষার ভয়াল মেজাজ ১১ জেলায়! বন্যা পরিস্থিতির আশঙ্কা

রাউতের বক্তব্য, পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা আসলে আমাদের সেনাদের বীরত্ব ও কাশ্মীরের জন্য প্রাণ উৎসর্গ করা শহিদদের অসম্মান।তিনি আরও বলেন, “যদি মহারাষ্ট্রে এই ধরনের পরিস্থিতি হত, বালাসাহেব ঠাকরের শিবসেনা রুখে দাঁড়াত।” হিন্দুত্ব ও দেশপ্রেমের চেয়ে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে সরকার দেশের মানুষের অনুভূতিকে উপেক্ষা করছে বলেও অভিযোগ শিবসেনা (ইউবিটি) নেতার।

modi Sanjay Raut pahalgam terror attack