/indian-express-bangla/media/media_files/2025/08/23/rain-pic-2025-08-23-12-38-18.jpg)
Flood risk in Bengal: জেলায় জেলা ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
Heavy rain alert:শনিবার সকাল থেকে জেলায় জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি চলছে। বেলা যত বাড়বে বৃষ্টির দাপটও ততই বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে।
শনিবার রাজ্যের কমপক্ষে ১০টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবারের পর রবিবারেও বদলাবে না পরিস্থিতি। আগামীকাল রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
লাগাতার এই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই সামনের সপ্তাহের শুরুতেও। আগামী সপ্তাহের মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে জেলায়-জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিতে রীতিমতো জলে হাবুডুবু দশা হতে পারে বহু জায়গায়।
আরও পড়ুন- Post Office: ১ সেপ্টেম্বর থেকে পোস্ট অফিসে বন্ধ শতাব্দীপ্রাচীন এই পরিষেবা! বদলাচ্ছে নিয়ম
গোদের উপর বিষফোঁড়ার মতো আতঙ্ক বাড়াচ্ছে DVC। জল ছাড়ার জেরে দামোদরের নিচু এলাকাগুলিতে নতুন করে প্লাবন পরিস্থিতির আশঙ্কাও বাড়ছে। এদিকে, আজ শনিবার দক্ষিণবঙ্গের কমপক্ষে ১০টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
দুর্যোগের এই পরিস্থিতি পিছু কিছু ছাড়বে না আগামিকালও। রবিবারেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরও কয়েকটি জেলায়।
আগামিকালও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও উত্তরবঙ্গের উপরের দিকে আরও কয়েকটি জেলায় কাল ভারী বৃষ্টি হতে পারে।
সব মিলিয়ে বাংলাজুড়ে দুর্যোগের ভয়াবহ পরিস্থিতি। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে শহর কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় নিচু এলাকাগুলিতে ইতিমধ্যেই কোথাও হাঁটু কোথাও কোমর সমান জল জমেছে। কোনও কোনও জায়গায় জল নামলেও নাগাড়ে বৃষ্টিতে পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না।