অসমে পাঁচ বাঙালিকে হত্যার দায় বিজেপি এবং সে রাজ্যের সরকারের উপর চাপানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠাল বিজেপি। একদা তৃণমূলের চাণক্য এবং বর্তমানে বিজেপি নেতা মুকুল রায় সোমবার বলেন, অভিষেক সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করতে বাধ্য হবে দল। এদিন সাংবাদিকদের সামনে মুকুল বলেন, "সম্প্রতি এক দলীয় সভায় অসমের বাঙালি হত্যার জন্য বিজেপি এবং অসম সরকারকে দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধরণের মন্তব্য দলের ভাবমূর্তির ক্ষতি করে। আই এমন দোষারোপের জন্য আমরা তাঁকে আইনি নোটিস পাঠিয়েছি। এরপর ৭ দিনের মধ্যে তিনি নিঃশর্ত ক্ষমা না চাইলে, আমরা মানহানির মামলা দায়ের করতে বাধ্য হব"।
বিজেপির পাঠানো এই আইনি নোটিসের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধঅযায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বস্তুত এ বিষয়ে কথা বলার জন্য তাঁর সঙ্গে যোগাযোগই করা যায়নি। তবে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "আমরা এখনও নোটিস হাতে পাইনি। নোটিস পেলেই সেটির কঠোরতম উত্তর দেওয়া হবে"।
প্রসঙ্গত উল্লেখ্য, ১ নভেম্বর অসমের তিনসুকিয়া জেলায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা ৫ বাঙালি দিনমজুরকে হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ঘটনার নিন্দা করার পাশাপাশি এর সঙ্গে এনআরসি ইস্যুর যোগ রয়েছে কি না সে বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন তুলে দেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলও পাঠানো হয় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। এই হত্যাকাণ্ডের জন্য প্রথম থেকেই তৃণমূল বিজেপি এবং সে রাজ্যের বিজেপি শাসিত সরকারকে কাঠগোড়ায় তুলেছে।
Read the full story in English