Advertisment

Himanta Biswa Sarma in Kolkata: টার্গেট বাংলা! 'আগুনে প্ল্যান' রেডি বিজেপির! শুভেন্দুদের আরও গরম করতে আসরে হিমন্ত

Himanta Biswa Sarma in Kolkata: সামনেই লোকসভা নির্বাচন। বিজেপিকে এবার এরাজ্য থেকে গতবারের চেয়েও আরও বেশি সংখ্যক আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন মোদী-শাহরা। সেই লক্ষ্যেই এগোচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। বঙ্গ বিজেপি নেতৃত্বকে আরও চাঙ্গা করতে এবার উত্তর-পূর্ব ভারতের যোগী আদিত্যনাথ বলে খ্যাত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ময়দানে নামাচ্ছে গেরুয়া শিবির।

author-image
Joyprakash Das
New Update
Assam CM Himanta Biswa Sarma Kolkata tour

Himanta Biswa Sarma in Kolkata: লোকসভা নির্বাচনের আগে ফের বহির্বঙ্গের বিজেপি নেতৃত্ব লাগাতার কলকাতায় আসতে শুরু করেছেন। আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এবার রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে অংশ নিতে চলেছেন পড়শি রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আজ, শনিবার বিকেলের উড়ানে তিনি দমদম নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সোজা সল্টলেকে বিজেপির দফতরে যাবেন হিমন্ত বিশ্বশর্মা।

Advertisment

অসম-সহ উত্তর পূর্ব ভারতে বিজেপির চাণক্য হিমন্ত বিশ্বশর্মা। একসময় তিনি কংগ্রেসে ছিলেন। তাঁর বিরুদ্ধেও চিটফান্ড নিয়ে অভিযোগ উঠেছিল। কিন্তু তিনি শুধু বিজেপিতে যোগ দিয়েছেন তা নয় উত্তর পূর্বে তিনিই এখন গেরুয়া দলের কাণ্ডারী। লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভাষাগত সমস্যাও এক্ষেত্রে নেই।

উত্তর পূর্ব ভারতে যার হাত ধরে বিজেপি বিস্তার লাভ করেছে এবার তাঁকেই বাংলার রাজনীতিতে কাজে লাগাতে তৎপর দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে আজই কলকাতায় এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তো কিছুটা ডেলি প্যাসেঞ্জারির কায়দায় এরাজ্যে আসছেন।

এই কেন্দ্রীয় মন্ত্রীর দফতরে স্মারকলিপি দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। দু'দিন আগেই সাধ্বী নিরঞ্জন বাংলায় এসে দাবি করে গিয়েছেন এরাজ্যে বিজেপি এত আসনে জিতবে কেউ কল্পনা করতে পারবে না। অসম কংগ্রেসের প্রাক্তন এই নেতা ও মন্ত্রী ২০১৫-তে দিল্লিতে অমিত শাহর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন। ২০১৬-তে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা।

আরও পড়ুন- Adhir Chowdhury on SSKM: ‘SSKM-কে রিসর্টে পরিণত করেছে তৃণমূলের চোরেরা’, কটাক্ষের আগুন জ্বালালেন অধীর!

খানিকটা হিমন্তের কায়দাতেই বাংলায় মুকুল রায়ের গেরুয়া যোগ হয়। তৃণমূল কংগ্রেসের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে বিজেপি এরাজ্যে দলে নিয়েছিল অসমের বিশ্বশর্মা মডেলকে অনুসরণ করেই। এমনই মনে করে রাজনৈতিক মহল। যার ফল মিলেছিল ২০১৯-এর লোকসভা নির্বাচনে।

হিমন্ত ২০২১-এ অসমের মুখ্যমন্ত্রী হন। এবার তিনি বাংলায় বিজেপির সাংগঠনিক বৈঠকে হাজির থাকছেন। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে নানা ক্ষেত্রে ক্ষমতা ভোগ করেছে বিজেপি। সেই সংকট সামলেছেন হিমন্ত বিশ্বশর্মা। সামনের লোকসভা নির্বাচনে এরাজ্যে ৩৫ টি আসনে টার্গেট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই টার্গেট পূরণ করতে ময়দানে নামছেন হিমন্ত।

আরও পড়ুন- দুরন্ত সাফল্য! সর্বভারতীয় ক্ষেত্রে অভূতপূর্ব নজির! অনন্য কীর্তির নতুন মাইলফলক ছুঁল বাংলার ছেলে!

West Bengal Suvendu Adhikari kolkata news Himanta Biswa Sarma bjp
Advertisment