/indian-express-bangla/media/media_files/2025/05/11/PahNwbKLlEYVzj8bT5Ax.jpg)
Indian Army: ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে অসমের তিনসুকিয়া জেলার কাকোপাথার এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসবাদীরা হামলা চালায়। একঘন্টা ধরে চলে গুলিবর্ষণ। গ্রেনেড হামলায় তিন সেনা জওয়ান গুরুতর আহত হন। জানা গিয়েছে চলন্ত গাড়ি থেকে গুলি চালানোর ঘটনা ঘটে।
আরও পড়ুন- উৎসবের মরশুমে বিরাট বিভ্রাট, আইআরসিটিসি ডাউন, বিপাকে লক্ষ লক্ষ যাত্রী
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, "সেনাবাহিনী ও পুলিশ এলাকায় জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে।" তিনি আরও বলেন, "প্রায় রাত ১২:৩০ মিনিটে, অজ্ঞাত পরিচয় সন্ত্রাসবাদীরা একটি চলন্ত গাড়ি থেকে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায়। কর্তব্যরত সেনারা পালটা জবাব দেয়।
সেনাবাহিনীর প্রতিশোধমূলক পদক্ষেপের পর সন্ত্রাসবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলায় তিনজন সেনাকর্মী আহত হন, তবে কেউ গুরুতর আহত হননি। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং পুলিশের সঙ্গে যৌথভাবে চলছে তল্লাশি অভিযান। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই এলাকাটি অসম এবং অরুণাচল প্রদেশের আন্তঃরাজ্য সীমান্তের কাছে অবস্থিত।
আরও পড়ুন-আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা,রিপোর্টে অসন্তুষ্ট পাইলটের বাবা গেলেন সুপ্রিম কোর্টে