Advertisment

অগ্নিগর্ভ বরাকর, পুলিশের গাড়িতে আগুন-ফাঁড়িতে ভাঙচুর, সাসপেন্ড ২ পুলিশকর্মী

চুরির দায় ধৃত ব্যক্তির মৃত্যু ঘিরে রণক্ষেত্র কুলটির বরাকর। স্থানীয়দের অভিযোগ, পুলিশের মারেই মৃত্যু হয়েছে ধৃত ব্যক্তির।

author-image
IE Bangla Web Desk
New Update
assansol kultis barakor local stage protest at a police station

পুলিশের মারে ধৃতের মৃত্যুর খবরে ক্রমশ রণক্ষেত্র হয়ে ওঠে বরাকর।

চুরির দায় ধৃত ব্যক্তির মৃত্যু ঘিরে রণক্ষেত্র কুলটির বরাকর। স্থানীয়দের অভিযোগ, পুলিশের মারেই মৃত্যু হয়েছে ধৃত ব্যক্তির। প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বরাকরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয় উন্মত্ত জনতা। পুলিশ ফাঁড়িতেও চলে ব্যাপক ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে চলে ইঁট বৃষ্টি। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠি চালায়, টিয়ার গ্যাস ছোঁড়া হয়। ফলে বরাকরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

Advertisment

জানা গিয়েছে, সোমবার রাতে বরাকর এলাকা থেকে মহম্মদ আরমান নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাইয়ের অভিযোগ ছিল। মঙ্গলবার সকালে থানাতে যান ধৃতের পরিবারের সদস্যরা। সেখানেই তাঁরাল জানতে পারেন যে, আরমানকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁরা হাসপাতালে গিয়ে জানতে পারেন ধৃতের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- Suvendu Adhikari: চেয়ারম্যান শুভেন্দুকে অপসারণের দাবি, কাঁথি সমবায় ব্যাংকে অনাস্থা জমা

এরপরই পুলিশের মারে ধৃতের মৃত্যুর খবরে ক্রমশ রণক্ষেত্র হয়ে ওঠে বরাকর। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফাঁড়িতে চলে ভাঙচুর। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় রাস্তা অবরোধ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামে। বাড়তি ফোর্স আসে আসানসোল থেকে । রয়েছে ব়্যাফও। ধৃতের বাবার অভিযোগের প্রেক্ষিতে দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

asansol
Advertisment