ATM থেকে টাকা তুলতে গিয়ে সর্বশান্ত গ্রাহক, বিরাট জালিয়াতিতে লক্ষ লক্ষ টাকা গায়েব

ATM fraud: চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। ওই এটিএম কাউন্টার থেকে জালিয়াতির এমন বেশ কয়েকটি অভিযোগ এসেছে পুলিশের কাছে।

ATM fraud: চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। ওই এটিএম কাউন্টার থেকে জালিয়াতির এমন বেশ কয়েকটি অভিযোগ এসেছে পুলিশের কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
atm fraud,police,kolkata news,west bengal news,এটিএম জালিয়াতি, এটিএম থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব

প্রতীকী ছবি।

atm fraud in south kolkata survey park area, cops investigates the case: এটিএম থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায়। ওই এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টার রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেই এটিএম কাউন্টার থেকেই একাধিক গ্রাহকের লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর পিছনে বড় কোনও চক্র রয়েছে বলে আশঙ্কা সাইবার বিশেষজ্ঞদের। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে সার্ভে পার্ক থানার পুলিশ।

Advertisment

জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই এটিএম-এ স্থানীয় এক বাসিন্দা টাকা তুলতে গিয়েছিলেন। এটিএম-এ তাঁর কার্ডটি ঢোকানোর পরেই তা লক হয়ে যায়। বহু চেষ্টাতেও কার্ডটি বের করতে পারেননি ওই গ্রাহক। এরপর হেল্প লাইন নম্বরে ফোন করেন তিনি। সেই নম্বরে ফোন করার পর তাঁকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ মতো কাজও করেন তিনি। তবে এরপরেও নিজের এটিএম কার্ডটি মেশিন থেকে বের করতে না পেরে তিনি বাড়ি চলে যান।

অভিযোগ, তারপরেই পরপর বেশ কয়েকটি মেসেজ ঢোকে ওই ব্যক্তির ফোনে। ওই মেসেজে জানানো হয়, তিন দফায় ২৫ হাজার টাকা তোলা হয়েছে তাঁরই অ্যাকাউন্ট থেকে। অথচ তিনি ওই টাকা তোলেননি। ওই মেসেজ দেখেই তিনি যে জালিয়াতি শিকার হয়েছেন তা আর বুঝতে দেরি হয়নি ওই গ্রাহকের। তড়িঘড়ি ওই ব্যক্তি সার্ভে পার্ক থানায় গিয়ে গোটা ঘটনা খুলে জানান। 

Advertisment

আরও পড়ুন- SSKM Hospital: ইতিহাস গড়ল SSKM হাসপাতাল! অভাবনীয় তৎপরতায় বেনজির সাফল্যের শিখর স্পর্শ

তদন্তে নেমে পুলিশ জানতে পারে শুধু ওই ব্যক্তিরই নয়, ওই এটিএম থেকে আরও বেশ কয়েকজনের টাকা ঠিক একইভাবে জালিয়াতি হয়েছে। তাঁরাও থানায় অভিযোগ দায়ের করেছেন। এমনই কিছু অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এটিএম-এর সিসিটিভি ফুটেজ। তদন্তে সাইবার বিশেষজ্ঞদেরও সাহায্য নিতে পারে পুলিশ।

আরও পড়ুন- West Bengal News Live:প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, পার্থকে চাকরিপ্রার্থীদের নামের সুপারিশ BJP-র দিব্যেন্দু, ভারতীদেরও?

ATM Bengali News Today ATM Transaction news in west bengal news of west bengal