/indian-express-bangla/media/media_files/2025/06/16/Omd7EZmAyZJ3MdtNExkd.jpg)
Malda News: অতর্কিতে চালানো অভিযানে গ্রেফতার পাচারকারী।
Illegal liquor trade:আমের আড়ালে মদ পাচারের চেষ্টা। কিন্তু শেষ রক্ষা হল না। আমের ডালিতে করে মদ পাচার করার আগেই মালদা জিআরপির হাতে ধরা পরল এক পাচারকারী। বাজেয়াপ্ত বিপুল পরিমাণে মদের বোতল। ধৃতকে দফায় দফায় জেরা পুলিশের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস ধরার জন্য মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল এক যুবক। তার সঙ্গে ছিল আম ভরতি ছয়টি ডালি। কিন্তু গোপন সূত্রে জি আর পি খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জিআরপি জানিয়েছে, ধৃত যুবক আমের ডালির আড়ালে এই মদ বিহারের পাটনায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। মালদা টাউন স্টেশনের জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, উদ্ধার হওয়া মদের বোতল গুলির বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা l
যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিকার। সেক্ষেত্রে এই যুবক মালদায় এসে এভাবে আমের ডালির মধ্যে মদের বোতলগুলি ঢুকিয়ে ট্রেন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল l কিন্তু পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে পাচারকারীকে ধরে ফেলে।
আরও পড়ুন- deportation: ভিনরাজ্যে আটক মুর্শিদাবাদের যুবক, সটান পাঠানো হল বাংলাদেশে
উল্লেখ্য, বিহারে মদ নিষিদ্ধ থাকার জেরে সে রাজ্যে প্রায়শই চোরাপথে ভিন রাজ্য থেকে মদের বোতল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে মাঝেমধ্যেই। ঝারখণ্ড বা অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও বিহারে মদ নিয়ে গিয়ে গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ ওঠে। এই বেআইনি কারবারে বিহারেরও বেশ কিছু অসাধু লোকজন জড়িত। ধৃত ব্যক্তিকে দফায় দফায় জেরা করে এই চক্রে যুক্ত বাকিদের খোঁজে চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন -South 24 Parganas news:'ভোটের সময় হাতে-পায়ে ধরে, এবার আসুক', নেতা-মন্ত্রীদের চরম হুঁশিয়ারি!