মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরব বলে শেষমেশ নিজেই করোনা আক্রান্ত হলেন অনুপম হাজরা

তাঁর ১০১ জ্বর ছিল। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

তাঁর ১০১ জ্বর ছিল। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনুপম হাজরা

করোনা আক্রান্ত হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জড়িয়ে ধরবেন বলে বিতর্ক বাঁধিয়েছিলেন। শোরগোল পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে। তাঁকে সমালোচনায় বিঁধেছিলেন তৃণমূলের ছোট-বড় নেতারা। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বিজেপির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে মমতার পাশে দাঁড়িয়ে ছিলেন। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার শুক্রবার সকালে কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। এ দিন তাঁর ১০১ জ্বর ছিল। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

Advertisment

আরও পড়ুন- করোনা হলে জড়িয়ে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বললেন বিজেপির কেন্দ্রীয় নেতা

বারুইপুরে সাংবাদিক বৈঠকে অনুপম বলেছিলেন করোনা হলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। এ কথা বলার পিছনে যদিও তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। রাজ্যের নানা ধরনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতপ্রকাশ করতে গিয়ে এমন তীর্যক মন্তব্য করলেও সমালোচনার ঝড় বয়ে যায়। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় পর্যন্ত বলেছিলেন, 'দায়িত্বে থাকলে সতর্ক হয়ে মন্তব্য করতে হয়।'

বিজেপি নেতার মন্তব্য থানা পর্যন্ত গড়ায়। শিলিগুড়ি থানায় অনুপমের বিরুদ্ধে তৃণমূলের উদ্বাস্তু সেল এফআইআর করে কড়া শাস্তির দাবি জানায়। চতুর্দিকে সমালোচনা, থানায় অভিযোগের পরও নিজের বক্তব্যে অনড় থাকেন অনুপম। তাঁর বক্তব্য ছিল, 'আমার কথা যদি অবমাননা হয় তাহলে মুখমন্ত্রী তো বলেছিলেন মোদীজিকে কোমড়ে দড়ি দিয়ে ঘোরাব।'

Advertisment

আরও পড়ুন- আরও ১০০ থানায় এফআইআর, তবুও দমার পাত্র নন অনুপম

বিজেপির এই কেন্দ্রীয় নেতার কথা, রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নে যখন বঙ্গ রাজনীতিতে জোর তরজা তখনই ভয়ঙ্কর ভাইরাসে সংক্রমিত হলেন বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp corona