Advertisment

অযোধ্যায় রামমন্দিরের সূচনা, বাংলায় আমন্ত্রণ কর্মসূচিতে নয়া পরিকল্পনা আরএসএস-এর

রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সঙ্ঘ পরিবারও বাংলায় পৃথক কর্মসূচি নিয়ে সফল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে।

author-image
Joyprakash Das
New Update
Ayodhya, Ram Mandir, West Bengal, VHP, অযোধ্যা রাম মন্দির বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি

Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধন আগামী সোমবার। অভূতপূর্ব পরিকল্পনা বিশ্ব হিন্দু পরিষদের।

অযোধ্যায় রামমন্দির নির্মানের কাজ একেবারে শেষ পর্যায়ে। ঘোষণা অনুযায়ী আগামী বছর ২২ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের। সাজো সাজো রব অযোধ্যা জুড়ে। এমনকী ভোল বদলে গিয়েছে অযোধ্যা রেল স্টেশনের। অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে এবার এরাজ্যেও নয়া কর্মসূচি নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে এবার বাংলার বাড়ি বাড়ি গিয়ে রামমন্দিরের প্রসাদ বিতরণ ও অযোধ্যায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে সঙ্ঘ পরিবার।

Advertisment

অযোধ্যার রামমন্দির নিয়ে মেতেছে বঙ্গের সঙ্ঘ নেতৃত্ব। আম বাঙালিকে উৎসবে সামিল করতে উদ্যোগ নিচ্ছে আরএসএস। দক্ষিণবঙ্গের আরএসএসের প্রান্ত প্রচারক প্রমুখ বিপ্লব রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, 'বাংলায় আমরা ৪০ লক্ষ পরিবারে যাব। অযোধ্যার রাম মন্দিরের গর্ভ গৃহের প্রাণ প্রতিষ্ঠার প্রসাদ নিয়ে বাড়ি বাড়ি যাব। ১ থেকে ১৫ জানুয়ারি এই কর্মসূচি চলবে। ১ জুনায়ারি কল্পতরু দিবসের দিন শুরু হবে। ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি পর্যন্ত চলবে। একইসঙ্গে রাম মন্দিরে যাওয়ার জন্য আমন্ত্রণপত্র নিয়ে যাব। মার্চ পর্যন্ত উদ্বোধন পর্ব চলবে। সেখানে এক একটা প্রান্তকে এক একটা সময় দেওয়া হবে। প্রতিদিন এক থেকে দেড় লক্ষ মানুষের ব্যবস্থা থাকবে যাতে সুষ্ঠুভাবে কর্মসূচি হয়। তার জন্য আবেদন করব আপনারাও আসুন সময় করে। আমাদের সঙ্গে যোগাযোগ করে আসুন।'

আরও পড়ুন- নেতাজিতে গড়হাজির অভিষেক, তৃণমূলে ক্ষমতার টানাপোড়েন? বিস্ফোরক কুণাল

করোনা আবহে ৫ অগাস্ট, ২০২০, অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট রামমন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ২২ জানুয়ারি, ২০২৪-এ রামমন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণপত্রও ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছে। বিপ্লব রায় বলেন, '২২ জানুয়ারি ১১টা থেকে ১টা বাড়িতে বাড়িতে ভজনকীর্তন করার আবেদন জানাচ্ছে আরএসএস।'

রামমন্দির নির্মাণ করা ছিল বিজেপির অন্যতম নির্বাচনী ইস্যু। সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগে এই মন্দির নির্মানে তৎপর ছিল গেরুয়া শিবির। রামমন্দিরকে কেন্দ্র করে সামগ্রিক ভাবে অযোধ্যা সাজিয়ে গুছিয়ে তোলার কাজ চলছে। রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সঙ্ঘ পরিবারও বাংলায় পৃথক কর্মসূচি নিয়ে সফল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে।

RSS West Bengal Ram Mandir Ayodhya Ram Temple
Advertisment