Azizul Haque Death News: বাংলার রাজনীতিতে নক্ষত্রপতন, না ফেরার দেশে বর্ষীয়ান রাজনীতিক

Azizul Haque Death News: দীর্ঘ রোগ ভোগের পর অবশেষ আজ দুপুর ২টো বেজে ২৮ মিনিটে না ফেরার দেশে বামপন্থী চিন্তক আজিজুল হক। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

Azizul Haque Death News: দীর্ঘ রোগ ভোগের পর অবশেষ আজ দুপুর ২টো বেজে ২৮ মিনিটে না ফেরার দেশে বামপন্থী চিন্তক আজিজুল হক। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Azizul Haque death, veteran Naxal leader passed away, Naxalbari movement, CPI (ML), Charu Mazumdar, Mamata Banerjee condolence, APDR, Salt Lake AMRI Hospital, political leader dies, Bengal politics mourning, Azizul Haque biography

না ফেরার দেশে বামপন্থী চিন্তক আজিজুল হক

Azizul Haque Death News: বাংলার রাজনীতিতে নক্ষত্রপতন। প্রয়াত বর্ষীয়ান নকশাল নেতা আজিজুল হক। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রোগ ভোগের পর অবশেষ আজ দুপুর ২টো বেজে ২৮ মিনিটে না ফেরার দেশে বামপন্থী চিন্তক আজিজুল হক। নকশালবাড়ি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। চারু মজুমদারের মৃত্যুর পর সিপিআই (এম-এল)-এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান হিসাবে দায়িত্ব নেন আজিজুল হক। 

Advertisment

২১ জুলাই ভোরে চরম দুঃসংবাদ, প্রয়াত রাজ্যের বর্ষীয়াণ রাজনীতিবিদ

প্রয়াত বিশিষ্ট নকশাল নেতা আজিজুল হক। বেশ কিছুদিন বার্ধক্যজনিত অসুস্থতার কারণ তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। আজিজুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক হ্যান্ডেলে এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, "প্রবীণ রাজনীতিক আজিজুল হক’এর প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি। আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো মাথা নত করেননি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই"।

Advertisment

APDR-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর বলেন,  "আজ দুপুরে সল্টলেকের আমরি হাসপাতালে প্রয়াত হন বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজুল হক। আজ সম্ভবত পিস হেভেনে দেহ সংরক্ষিত থাকবে।  শেষ দুই-এক বছর আগে একবার বইমেলায় দেখা হয়েছিল। গুরুত্বপূর্ণ  গনতান্ত্রিক আন্দলনের এক গুরুত্বপুর্ন ব্যক্তি ছিলেন তিনি। তবে শেষের দিকে ওনার অদ্ভুত বিভ্রান্তি আমাদের চমকে দিয়েছে। সেই থেকেই একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল"। ওঁর প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি"।

'স্বামীর খুনিদের কেউ কেউ এখনও তৃণমূলে', একুশের সভায় এসে বিস্ফোরক দুলাল সরকারের স্ত্রী

 

Death