TMC: 'স্বামীর খুনিদের কেউ কেউ এখনও তৃণমূলে', একুশের সভায় এসে বিস্ফোরক দুলাল সরকারের স্ত্রী

Dulal Sarkar Murder Case: মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে দলেরই একাংশকে কাঠগড়ায় তুলে ফের সোচ্চার নিহতের স্ত্রী। কলকাতায় একুশের সভায় এসে বিস্ফোরক চৈতালি সরকার।

Dulal Sarkar Murder Case: মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে দলেরই একাংশকে কাঠগড়ায় তুলে ফের সোচ্চার নিহতের স্ত্রী। কলকাতায় একুশের সভায় এসে বিস্ফোরক চৈতালি সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc-infighting-east-burdwan-21-july

TMC Shaheed Dibas: ধর্মতলার পথে তৃণমূলের কর্মী-সমর্থকরা।

'২৬ এর আগে এবারই তৃণমূলের শেষ একুশে। রাজ্যের প্রায় সব জেলা থেকে আজ কলকাতায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। মালদা থেকেও এবার কাতারে কাতারে কর্মী-সমর্থক কলকাতায় এসেছেন। তাঁদেরই মধ্যে রয়েছেন মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হতে তিনি বলেন, "স্বামীকে যারা খুন করেছে তাদের কেউ কেউ এখনও তৃণমূলেই রয়েছে।"

Advertisment

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভজন ছিলেন আস্থাভাজন ছিলেন মালদার জনপ্রিয় তৃণমূল নেতা দুলাল সরকার। শাসকদলেরই গোষ্ঠীদ্বন্দ্বে মালদার ডাকাবুকো এই তৃণমূল নেতাকে খুন হতে হয়েছিল। স্বামীর মৃত্যুতে দলের নেতাদের একাংশের বিরুদ্ধেই প্রকাশ্যে সোচ্চার হতে দেখা গিয়েছিল দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারকে।

কলকাতায় তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে মালদা থেকে এসেছেন সেই নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদার অন্য তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন তিনিও।

Advertisment

আরও পড়ুন- Dilip Ghosh:বোমা ফাটালেন দিলীপ! তৃণমূলের ২১ জুলাইয়ের দিনে BJP নেতাকে নিয়ে বড় খবর!

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দুলাল সরকার দলের কাছে কি ছিলেন তা আমাদের দলনেত্রী বারবার বলেছেন। যখন মালদায় অনেক কম সংখ্যক মানুষ তৃণমূল করতেন তখন তিনি দৌড়ে বেড়িয়েছিলেন। আমার স্বামীকে যারা মেরেছেন তাদের কেউ কেউ এখনও দলে রয়েছে। তাদের আমি কী করে আমার দলের বলে মানব? তারা দলে থেকে তো দলেরই ক্ষতি করছে ওরা।"

আরও পড়ুন-21 July TMC Rally LIVE:'একুশের মঞ্চ থেকেই '২৬-এর বার্তা মমতার! তৃণমূলের শহীদ সমাবেশে কলকাতায় জনজোয়ার

তিনি আরও জানিয়েছেন এই ব্যাপারে দলের উচ্চ নেতৃত্বকে তিনি সবটাই জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ব্যক্তিগতভাবে তিনি তার অভিযোগ সবিস্তারে জানিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে মালদা জেলায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে বলে আশাবাদী চৈতালি সরকার।

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'ভারতের শক্তি বুক কাঁপিয়েছে তামাম বিশ্বের, সংসদ অধিবেশন শুরুর আগে 'অপারেশন সিঁদুরের' উল্লেখ মোদীর

tmc Murder Malda