গ্রাম বাংলার ভোটে ফের সবুজ ঝড়। রাজ্যজুড়ে তৃণমূলের জয় জয়কার। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবারও পাহাড় প্রমাণ সাফল্য জোড়াফুলের। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবেতেই শাসকদলের প্রার্থীদের বাজিমাত। তৃণমূলের অভূতপূর্ব এই সাফল্যের দিনেও রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র মন্তব্য ঘিরে জোর চর্চা।
আরও পড়ুন- সিপিএমের হয়ে জিতেই এই মহিলা যা কাণ্ড বাঁধালেন, দেখে বায়রনও লজ্জা পাবেন!
আনন্দবাজার অনলাইনের তরফে এদিন যোগাযোগ করা হয়েছিল মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে। ওই সংবাদমাধ্যমকে বাবুল বলেন, 'তৃণমূল তো এমনিতেই জিতত। গন্ডাগোল যে জায়গাগুলিতে হয়েছে তার দরকার ছিল না। আমাদের নীচুতলরা কর্মীদের বুঝতে হবে মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলি চালু করেছেন তাতে সাধারণ মানুষ এমনিতেই খুশি। তাঁরা এমনিতেই তৃণমূলকে ভোট দিতেন। এই ধরনের পরিস্থিতি তৈরি করার দরকার ছিল না।'
আরও পড়ুন- লজ্জায় মাথা হেঁট আরাবুলের! ভাঙড়ে ভোটের ফল শুনেই যা বললেন…
ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, তৃণমূলের সাফল্যের প্রসঙ্গে বলেও একাংশের কর্মীদের মারমুখী মনোভাব তাঁর একেবারেই না-পসন্দ এদিন সেটাই স্পষ্ট করতে চেয়েছেন বাবুল। তবে তৃণমূলের এই বিরাট সাফল্যের দিনেও খোদ মমতা মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্যের মুখে তাঁদের দলের কর্মীদের মনোভাব নিয়ে প্রশ্ন তোলায় চর্চা বাড়ছে।
আরও পড়ুন- কেষ্টকে কেস খাইয়েছিলেন! তাও শিবঠাকুরের স্ত্রীকেই প্রার্থী করে তৃণমূল, ফল কী হল?