Advertisment

৮ মাস পর নিঃশব্দে খুলল বাগরি

‘‘বাগরির ৬টি গেটের মধ্যে ৩টি গেট খুলছি। ৮০ শতাংশ খুলছে, ২০ শতাংশ বন্ধ থাকবে। আশা করছি, বাকি ৩টি গেটও তাড়াতাড়ি খুলতে পারব।’’

author-image
IE Bangla Web Desk
New Update
bagri market, bagree, বাগরি মার্কেট, বাগরি

খুলল বাগরি মার্কেট। ছবি: শশী ঘোষ।

প্রায় ৮ মাস পার। অগ্নিকাণ্ডের ক্ষত সারিয়ে অবশেষে আজ আবার দরজা খুলছে বাগরি মার্কেটের। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ খোলে বাগরি মার্কেট। তবে পুরো মার্কেট এখনই খুলছে না। মার্কেটের ৬টি গেটের মধ্যে ৩টি গেট এখন খুলছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে একথা জানিয়েছেন বাগরি মার্কেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশুতোষ সিং। গত ১৬ সেপ্টেম্বর ভোররাতে বিধ্বংসী আগুন লাগে বাগরি মার্কেটে। প্রায় ৪ দিন ধরে আগুনের গ্রাসে ছিল বাগরি। এ ঘটনার পরই ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছিল বাগরি মার্কেটের। ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা।

Advertisment

আরও পড়ুন: হতাশ মুখেই ছন্দে ফিরছে বাগরি চত্বর, নয়া ঠিকানায় ব্যবসায়ীরা

এ প্রসঙ্গে বাগরি মার্কেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশুতোষ সিং বলেন, ‘‘গত ১২ এপ্রিল দমকলমন্ত্রী সুজিত বসু বাগরি মার্কেট পরিদর্শন করেন। এরপরই গত ২২ তারিখ দমকলের তরফে ছাড়পত্র মেলে। তবে পুরো মার্কেট খুলছে না। ৬টি গেটের মধ্যে ৩টি গেট খুলছি। ৮০ শতাংশ খুলছে, ২০ শতাংশ বন্ধ থাকবে। আশা করছি, বাকি ৩টি গেটও তাড়াতাড়ি খুলতে পারব।’’ আশুতোষ আরও বললেন, ‘‘বাগরি মার্কেট খোলা নিয়ে মুখ্যমন্ত্রী, মেয়রের সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছি আমরা। ওঁরা আমাদের খুব সমর্থন করেছেন। গাইড করেছেন কীভাবে কী করা যায়। সকলের সমর্থন পেয়েছিলাম বলেই আজ ফের খুলতে পারছি মার্কেট।’’

bagri market, bagree, বাগরি মার্কেট, বাগরি বাগরি মার্কেট। ছবি: শশী ঘোষ।

আরও পড়ুন: বাগরি কাণ্ডে নিঃশর্তে আগাম জামিন পেলেন রাধা ও বরুণ বাগরি

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে বাগরি মার্কেটে বিধ্বংসী আগুন লাগে। চারদিন ধরে বাগরির আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। এদিকে অগ্নিকাণ্ডের পর থেকেই ফেরার মার্কেটের দুই ডিরেক্টর রাধা ও বরুণ বাগরি। তাঁদের পাশাপাশি বেপাত্তা কৃষ্ণকুমার কোঠারিও। ওই তিনজনের নামে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল। একইসঙ্গে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। বাগরি অগ্নিকাণ্ডে রাধা-বরুণদের নামে চার্জশিট পেশ করেছিল বড়বাজার থানার পুলিশ।পরে নিঃশর্তে জামিন পান বাগরি মার্কেটের দুই ডিরেক্টর রাধা বাগরি ও বরুণ বাগরি।

kolkata news kolkata
Advertisment