BJP VS TMC: নানুরে নাবালিকার রহস্যমৃত্যু, কেন নেই কোন আন্দোলন? 'ভাষা আন্দোলনের' আগে মমতাকে কটাক্ষ

BJP VS TMC: নানুরের পাপুরি গ্রামে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বীরভূমের নানুর ব্লকের ওই কিশোরী ১৯ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘ এক সপ্তাহ পর, তাঁর পচাগলা দেহ মাদ্রাসার কাছে উদ্ধার করে পুলিশ।

BJP VS TMC: নানুরের পাপুরি গ্রামে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বীরভূমের নানুর ব্লকের ওই কিশোরী ১৯ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘ এক সপ্তাহ পর, তাঁর পচাগলা দেহ মাদ্রাসার কাছে উদ্ধার করে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
nanur-girl-murder-mamata-visit-controversy

মমতাকে তুমুল কটাক্ষ বিজেপির

BJP VS TMC: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মুঠোফোনে আলো জ্বালিয়ে চলছে  চিকিৎসা। তৃণমূলের “উন্নয়নের বাংলা” স্লোগানকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। 

Advertisment

রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে তৃণমূল সরকারকে তুমুল কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, "এবার ২১ শতকের বাংলায় লজ্জার ছবি প্রকাশ্যে! দক্ষিণ দিনাজপুর জেলার  হরিরামপুর ব্লকের বালিহারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ না থাকলে গোটা হাসপাতাল ডুবে যায় অন্ধকারে। চিকিৎসা চলে মুঠোফোনের ফ্ল্যাশলাইটে, রোগীদের পাশে বসে আত্মীয়রা হাতপাখা দিয়ে হাওয়া করেন"। ভিডিও পোস্ট করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলায় জুটল বেধড়ক মারধর! আটকে রেখে টানা অত্যাচার, তুমুল চাঞ্চল্য

Advertisment

তিনি আরও লিখেছেন, "রোগীরা যেখানে শুয়ে রয়েছেন, সেখানে নেই কোনো জেনারেটর কিংবা বিকল্প আলোর ব্যবস্থা। হাসপাতালের নার্স ও কর্মীদের কাজ চালাতে হচ্ছে মোবাইলের আলোয়। রোগীদের চিকিৎসা করানো তো দূরের কথা, তাদের পরিচর্যাও করা যাচ্ছে না ঠিকমতো। এমনকি রাতের বেলায় ইমার্জেন্সি সেবা কার্যত অচল হয়ে পড়ে বলে অভিযোগ" । পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, ‌এ কেমন উন্নয়ন? যেখানে একটানা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় না, সেখানে কীভাবে চলবে জরুরি স্বাস্থ্য পরিষেবা? মমতা বন্দ্যোপাধ্যায়ের “উন্নয়নের বাংলা” স্লোগানকে কটাক্ষ করে বলছেন, "এই চিত্র প্রকৃতপক্ষে রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার চূড়ান্ত অবহেলা ও অন্ধকারময় বাস্তবতাকে তুলে ধরে"।

TMCP ফাউন্ডেশন-ডে'র দিন পরীক্ষার সূচি! কলকাতা বিশ্বব্যালয়ের বিরুদ্ধে সোচ্চার তৃণাঙ্কুর

ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে আজ পথে নামছে তৃণমূল। নানুর দিবস উপলক্ষ্যে বিকেলেই বীরভূমে যাচ্ছেন মমতা। তার আগে নানুরে নাবালিকার রহস্যমৃত্যু ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির। নানুরের পাপুরি গ্রামে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ওই নাবালিকা গত  ১৯ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘ এক সপ্তাহ পর, তাঁর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

এনিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেছেন, "এরকম নিখোঁজ কিশোরীর সংখ্যাটা একটি নয়— এলাকায় অন্তত ২০ জন নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে, যার মধ্যে এখনও ৩ জন নিখোঁজ রয়েছে । এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ জুলাই  ‘ভাষা আন্দোলন’ কর্মসূচির সূচনা করতে চলেছেন। যে নানুরে একের পর এক কিশোরী নিখোঁজ বা মৃত, সেখানে তাদের জন্য কোনও 'আন্দোলন' নেই কেন? তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির জন্য ‘যথেষ্ট বাঙালি’ নয়?" বিজেপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভাষা আন্দোলন' কর্মসূচিকে 'রাজনৈতিক ভণ্ডামি' বলেই আক্রমণ শানিয়েছে।

তুষ্টিকরণের রাজনীতির কারণে দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ! মমতাকে বেনজির আক্রমণ, উত্তাল রাজ্য

tmc bjp