West Bengal News LIVE Updates: ভয়ঙ্কর দুর্ঘটনা! গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিশুকন্যার, গুরুতর আহত আরও ২, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল

West Bengal News Updates 27 july, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 27 july, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Delhi Accident

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

Kolkata News LIVE Updates: শনিবার রাতে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৩০-এ একটি বেপরোয়া গতির বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পাঁচ বছরের শিশুকন্যার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দু'জনকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়িচালক ইয়াশ শর্মা (২২), সেক্টর ৩৭-এর বাসিন্দা এবং তার সহযাত্রী অভিষেক রাওয়াত (২২), যিনি সেক্টর ৭০-এ বসবাস করেন ও এক রেস্তরাঁর মালিক, দু'জনেই ছাত্র। তাদের গ্রেফতার করা হয়েছে। বিএমডব্লিউ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পিজিআই হাসপাতালের ৩ নম্বর গেটের কাছে। আহত গুল মোহাম্মদ ও তার শ্যালক রাজা, সেক্টর ৪৫-এর কাছে সদারপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও পথচারীদের তৎপরতায় দ্রুতই ধরা পড়ে যায়। সেক্টর ২০ থানার পুলিশ আধিকারিক জানান, “বিপরীত দিক থেকে আসা গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।”

Advertisment

ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় জুটল নির্মম নির্যাতন। চাঁচলের শ্রমিককে হরিয়ানায় আটকে রেখে চলে একটানা নির্মম অত্যাচার। প্রকাশ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা। যাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। বাংলাদেশি সন্দেহে সাত দিন থানায় আটকে বেধড়ক মারধরের অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুধে। পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। বৈধ নথি থাকা সত্ত্বেও আটক, এমনই অভিযোগ চাঁচলের ওই শ্রমিকের। 

বেনজির সংঘাত! রাজ্যের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যপাল, উত্তেজনা তুঙ্গে

Advertisment

কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি সহ বেশ কিছু দাবিতে আগামীকাল নবান্ন অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। মেলেনি পুলিশি অনুমতি। এবার পুলিশের বিরুদ্ধে  বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ সামনে এল।  আগামীকালের নবান্ন অভিযানে চড়ছে পারদ। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামীকালের নবান্ন অভিযানের প্রস্তুতিতে কোন খামতি রাখতে চাইছে না হাওড়া সিটি পুলিশ। ইতিমধ্যে সেড়ে ফেলা হয়েছে সকল প্রস্তুতি। পাশাপাশি আগামীকাল নবান্ন চলো কর্মসূচী বঞ্চিত  চাকরিহারা, চাকরিজীবী চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চের। নিয়ম ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়ার পুলিশি হুঙ্কার উপেক্ষা করে আগামীকাল নবান্ন অভিযানে হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে  সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।

ভয়ঙ্কর দুর্যোগের বিরাট আশঙ্কা! দুপুরের পরই তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতা সহ একাধিক জেলা, চূড়ান্ত সতর্কতা জারি

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা! আতঙ্কে হুলস্থূল। সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায় বাড়ির মধ্যেই বোমা বিস্ফোরণ। পরিবারের অভিযোগ, গতকাল শনিবার বাড়িতে কেউ ছিলো না,সেই সুযোগে কেউ বাড়ির ভিতর বোমা রেখে গেছে। সেই বোমা শনিবার গভীর রাতে ফেটেছে। যদিও বিষ্ফোরণের সময় ঘরে কেউ না থাকায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।পুলিশের দাবি ওই বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল,মজুত থাকা বোমা বিস্ফোরণে হয়েছে। ঘটনার পর পুলিশ রিপন সেখ নামের একজনকে আটক করেছে। উল্লেখ্য,দু'বছর আগে মাছ মারা নিয়ে গন্ডগোলের জেরে ওই বাড়ির পাইলট সেখ নামের একজন সদস্য মারা যায়। সেই খুনের ঘটনায় জড়িত প্রায় কুড়ি জন আসামী কোর্টের নির্দেশে রবিবার বাড়ি ফিরবে। তার আগে ফের এলাকা উত্তপ্ত।  

পাখির চোখ ২৬-এর নির্বাচন, 'ভাষা আন্দোলনকে' হাতিয়ার করে আটঘাট বেঁধে আসরে তৃণমূল

রবিবার সকালে তীর্থযাত্রীদের বিপুল ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৬ পূণ্যার্থীর। আহত হয়েছেন আরও অনেকে। তাদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। বুক কাঁপিয়ে দেওয়া এক দুর্ঘটনাটি ঘটেছে হরিদ্বারের পবিত্র মানসা দেবী মন্দিরে। গড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানান, “মানসা দেবী মন্দিরে প্রবল ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলের দিকে রওনা দিচ্ছি। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও পাওয়া যায়নি।” প্রসঙ্গত, মানসা দেবী মন্দির হরিদ্বারের অন্যতম পবিত্র স্থান।  প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে মা মানসার দর্শনে আসেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 

 

 

  • Jul 27, 2025 14:15 IST

    West Bengal News LIVE Updates: ঝাঁটা হাতে অধীরকে গো ব্যাক স্লোগান

    রানিনগর গোয়াস বিডিও অফিস মোড়ে ঝাঁটা হাতে মহিলারা অধীর চৌধুরীকে গোব্যাক স্লোগান দিলেন। এদিন রানিনগরে অধীর চৌধুরীর দলীয় কর্মসূচি ছিল। সেই উদ্দেশ্যে তিনি রানিনগরে গিয়েছিলেন। বহরমপুরের প্রাক্তন সাংসদ রানিনগরে পৌঁছনোর আগেই বেশ কয়েকজন মহিলা ঝাঁটা হাতে গোয়াস বিডিও অফিস মোড়ে জমায়েত হন। তারা অধীর চৌধুরীর উদ্দেশ্যে  'গোব্যাক' স্লোগান দিতে থাকেন। তারা বলেন, অধীর চৌধুরী বিজেপির দালাল। বিজেপির অঙ্গুলি হিলনে তিনি এই জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। এটা তারা হতে দেবেন না।



  • Jul 27, 2025 14:15 IST

    West Bengal News LIVE Updates: স্বাধীনতা দিবসের আগে পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার চক্রান্ত

    স্বাধীনতা দিবসের আগে পাঞ্জাবে বড়সড় জঙ্গিহামলার চক্রান্ত  নস্যাৎ করল পুলিশ। শনিবার পাঞ্জাবের অমৃতসরে গ্রামীন এলাকায়  পুলিশের একটি অভিযানে ধরা পড়ল পাক গুপ্তচর সংস্থা ISI-র হয়ে কাজ করা ৫ অস্ত্র পাচারকারী। অভিযুক্তরা সকলেই অমৃতসর ও রূপনগরের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি অ্যাসল্ট রাইফেল, দুটি ম্যাগাজিন, দুটি ৯ এমএম গ্লক পিস্তল ও চারটি ম্যাগাজিন, ৯০টি কার্তুজ, ৯ এমএম পিস্তলের ১০টি কার্তুজ,  ৭.৫০ লক্ষ টাকা নগদ,একটি গাড়ি, তিনটি মোবাইল ফোন। পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতদের আইএসআই এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। ধৃতদের জেরা করা হচ্ছে এবং তাদের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তার খোঁজে তল্লাশি চলছে।



  • Jul 27, 2025 14:11 IST

    West Bengal News LIVE Updates: ‘মাতোশ্রী’তে রাজ ঠাকরে

    রবিবার মহারাষ্ট্রের রাজনীতি সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তে। উদ্ধবের জন্মদিন উপলক্ষ্যে দীর্ঘ ১৩ বছর পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধান রাজ ঠাকরে হাজির হন শিবসেনা (UBT) প্রধান উদ্ধব ঠাকরে-র বাসভবন ‘মাতোশ্রী’-তে । এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক জল্পনা। রবিবার সকালে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই রাজ ঠাকরে মাতোশ্রীর উদ্দেশে রওনা হন।  ‘মাতোশ্রী’-র গেটে পৌঁছনোর পর উদ্ধব শিবিরের কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। নিজে গেট পর্যন্ত এসে উদ্ধব ঠাকরে তাঁর ভাই রাজকে স্বাগত জানান। ভাইকে জড়িয়ে ধরেন উদ্ধব। রাজ ঠাকরে তাঁকে উপহার দেন একটি গোলাপের তোড়া। এরপর দুই ভাই একসঙ্গে মঞ্চে উঠে হাত নেড়ে কর্মীদের সম্ভাষণ জানান। মাত্র ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী হলেও তার বার্তা গভীর। রাজনৈতিক মহল মনে করছে, দীর্ঘদিনের দূরত্ব মেটানোর ইঙ্গিত স্পষ্ট, সাক্ষাতের পর উদ্ধব বলেন, “আমি খুব খুশি।” যদিও এদিনের সাক্ষাতে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে দুই ভাইয়ের পুনর্মিলনের এই মুহূর্ত শিবসেনা ও এমএনএস সমর্থকদের মনে আশার আলো সঞ্চার করল।



  • Jul 27, 2025 12:10 IST

    West Bengal News LIVE Updates: অধীরকে ঝাঁটা

    রানিনগর গোয়াস বিডিও অফিস মোড়ে ঝাঁটা হাতে মহিলারা অধীর চৌধুরীকে গোব্যাক স্লোগান দিলেন। এদিন রানিনগরে অধীর চৌধুরীর দলীয় কর্মসূচি ছিল। সেই উদ্দেশ্যে তিনি রানিনগরে গিয়েছিলেন। বহরমপুরের প্রাক্তন সাংসদ রানিনগরে পৌঁছনোর আগেই বেশ কয়েকজন মহিলা ঝাঁটা হাতে গোয়াস বিডিও অফিস মোড়ে জমায়েত হন। তারা অধীর চৌধুরীর উদ্দেশ্যে  'গোব্যাক' স্লোগান দিতে থাকেন। তারা বলেন, অধীর চৌধুরী বিজেপির দালাল। বিজেপির অঙ্গুলি হিলনে তিনি এই জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। এটা তারা হতে দেবেন না।



  • Jul 27, 2025 12:10 IST

    West Bengal News LIVE Updates:বিজেপি শাসিত রাজ্যে 'বাঙ্গালি বিদ্বেষ', পথে নামছেন মমতা

    বিজেপি শাসিত রাজ্যে 'বাঙ্গালি বিদ্বেষ'! এবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার ২৭ জুলাই বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যে  লাগাতার আক্রমণের প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে ভাষা আন্দোলন শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার থেকে সপ্তাহের প্রতিটি শনিবার ও রবিবার রাজ্য জুড়ে চলবে এই ভাষা আন্দোলনের কর্মসূচি। বাংলাভাষীদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় লাগাতার রাস্তায় নামবে তৃণমূল। এই আন্দোলনের প্রথম দফা কর্মসূচিতে কাল, সোমবার বোলপুরে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বোলপুর থেকেই বাংলার ভাষা ও সংস্কৃতির উপর 'অন্যায়-অবিচার'র বিরুদ্ধে সরব হবেন তিনি। আজ বিকেলেই বীরভূম পৌঁছবেন মুখ্যমন্ত্রী।



  • Jul 27, 2025 12:09 IST

    West Bengal News LIVE Updates: বিরাট পদক্ষেপের পথে দিলীপ

    অশ্লীল একটি  ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি তোলপাড়। নেট দুনিয়ার একাংশ দাবি করেছেন—ওই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি নাকি পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম দাপুটে নেতা দিলীপ ঘোষ! যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নি ie বাংলা। তবে গোটা বিষয়টিকে ‘চক্রান্ত’ বলে অভিযোগ করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি অভিযোগ করেছেন, এই ভিডিও ও প্রচার সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। যার প্রেক্ষিপ্তে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হয়েছেন তিনি। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, নানাভাবে আমাকে বদনাম করা, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এর আগেও রটানো হচ্ছে আমি নাকি দল ছেড়ে দিচ্ছি অন্য দলে যাচ্ছি। কিন্তু এসবের পরও ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ার পর একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি অত্যন্ত নোংরা এবং সেই ভিডিওর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। তাই আমি আইনের দ্বারস্থ হয়েছি। সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। যে বা যারা আমার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করছে সেটির সঠিক তদন্ত পুলিশ করবে সেই আশা রাখছি, নাহলে আমি আদালতের দ্বারস্থ হব"।



  • Jul 27, 2025 12:08 IST

    West Bengal News LIVE Updates: আমেরিকায় সাধারণ মানুষের উপর  ছুরিকাঘাতের ঘটনা

    আবারও আমেরিকায় সাধারণ মানুষের উপর  ছুরিকাঘাতের ঘটনা। শনিবার উত্তর মিশিগানের ট্র্যাভার্স সিটির ওয়ালমার্ট স্টোরে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, হামলাকারী ১১ জনকে ছুরি দিয়ে আক্রমণ করে। হামলাকারীকে আটক করা হয়েছে। এখনও জানা যায়নি যে ব্যক্তিটি মিশিগানের বাসিন্দা নাকি অন্য দেশের। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন গভর্নরের অফিস ঘটনাটি সম্পর্কে পুলিশের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। মিশিগান পুলিশ জানিয়েছে যে তারা একাধিক ছুরিকাঘাতের ঘটনার রিপোর্ট পেয়েছে । গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফের অফিস ঘটনাটি তদন্ত করছে।



  • Jul 27, 2025 10:12 IST

    West Bengal News LIVE Updates: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বড় ঘোষণা করলেন

    থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে তিন দিনের সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধবিরতির আবেদন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২৬ জুলাই, ২০২৫) বলেছেন যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতারা শীঘ্রই পারস্পরিক যুদ্ধবিরতির জন্য বৈঠক করবেন। গত তিন দিন ধরে সীমান্তে দুই দেশের মধ্যে সহিংস সংঘর্ষ চলছে, যেখানে এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।  প্রায় ১.৩ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে স্কটল্যান্ড  সফরে আছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন যে তিনি থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের সাথে পৃথকভাবে আলোচনা করেছেন। ট্রাম্প তাদের উভয়কেই সতর্ক করে বলেছেন যে যুদ্ধ অব্যাহত থাকলে আমেরিকা তাদের সাথে কোনরকমের বাণিজ্য চুক্তি করবে না।



tmc bjp mamata