Madan Mitra: ২১ জুলাইয়ের আগেই হুঙ্কার! 'হাতের কবজি কেটে নেওয়ার' চরম হুঁশিয়ারি মদন মিত্রের

Madan Mitra: ভিজ রাজ্যে 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সুরেই বিজেপিকে বিঁধে ভয়ঙ্কর হুঁশিয়ারি কামারহাটির শাসক বিধায়ক মদন মিত্রের।

Madan Mitra: ভিজ রাজ্যে 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সুরেই বিজেপিকে বিঁধে ভয়ঙ্কর হুঁশিয়ারি কামারহাটির শাসক বিধায়ক মদন মিত্রের।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengali identity politics, Mamata Banerjee warning, Madan Mitra threat, TMC vs BJP, anti-Bengali sentiment, BJP-ruled states, Bengali discrimination, Shahid Diwas rally, Himanta Biswa Sarma, Bangladeshi tag controversy, Muslim infiltration debate, BJP divisive politics, Bangla language attack, political clash Assam Bengal, July 21 TMC rally, Bengali pride under threat, Mamata vs Himanta, Madan Mitra bold statement

'হাতের কবজি কেটে নেওয়ার' হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।

Madan Mitra: ভিজ রাজ্যে 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সুরেই বিজেপিকে বিঁধে ভয়ঙ্কর হুঁশিয়ারি কামারহাটির শাসক বিধায়ক মদন মিত্রের। একদিকে যখন মোদীর বার্তা, 'বাঙালি অস্মিতা বিজেপির হাতে সুরক্ষিত'। ঠিক তখনই 'হাতের কবজি কেটে নেওয়ার' হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।

Advertisment

২১ জুলাই কলকাতাকে সচল রাখতে মরিয়া পুলিশ, কোন কোন রাস্তা এড়িয়ে চলার পরামর্শ?

আগামীকাল ২১ জুলাই। তৃণমূলের শহীদ সমাবেশ। তার আগেই স্বমহিমায় তৃণমূলের দোর্দন্ড প্রতাপ নেতা মদন মিত্র। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষের অভিযোগে যখন গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী তখন মদন মিত্র এক ধাপ এগিয়ে হুঙ্কার ছুঁড়ে বললেন, 'বাঙালির গায়ে হাত পড়লে বিজেপির হাতের কবজি কেটে নেবে তৃণমূল কর্মীরা'।

Advertisment

২১ জুলাই 'শহিদ দিবস' কেন, কী ঘটেছিল সেদিন?

শনিবার নিজের বিধানসভা কেন্দ্রের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় মদন মিত্র বলেন, "একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে সেই দিন কিন্তু বিজেপির হাতের মুঠো কীভাবে ভেঙে দিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে।"

উল্লেখ্য, অসম, ওড়িশা, মহারাষ্ট্রের মত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলা ভাষার কথা বলার 'অপরাধে' পুশ ব্যাকের অভিযোগে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটা করতেও ছাড়েন নি তিনি। সেই নিয়ে মমতাকে সরাসরি নিশানা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 'বাংলা নয়, মুসলিম অনুপ্রবেশ রোখাই লড়াইয়ের আসল উদ্দেশ্য' কড়া প্রতিক্রিয়ায় তোলপাড় ফেলে দিলেন রাজ্য-রাজনীতিতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাঙালি বিদ্বেষ’ মন্তব্যের জবাবে পাল্টা আক্রমণে সরব হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির বিভাজনের রাজনীতির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, “আমরা নিজের লোকেদের বিরুদ্ধে লড়ছি না। সীমান্ত পেরিয়ে চলা অনিয়ন্ত্রিত মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করছি।”

সৌদির 'ঘুমন্ত যুবরাজ'-এর মৃত্যু, আবেগে ভাসল তামাম দুনিয়া

Madan Mitra 21 July Shahid Diwas