Advertisment

Bangla Bandh: বনধকে ঘিরে ধুন্ধুমার মালদায়, পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ

Bangla Bandh: মঙ্গলবার নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ, বুধবার রাজ্যজুড়ে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বনধে ধুন্ধুমার পরিস্থিতি পুরাতন মালদহের মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP Bangla Bandh Live Updates: মালদায় তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ, সামাল দিল পুলিশ

BJP Bangla Bandh: মালদায় তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষ

BJP Bangla Bandh: মঙ্গলবার নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ, বুধবার রাজ্যজুড়ে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বনধে ধুন্ধুমার পরিস্থিতি পুরাতন মালদহের মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে। প্রথমে বিজেপির কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে জাতীয় সড়ক ধরে একটি মিছিল বের করেন এবং এই বনধকে সমর্থন করেন।

Advertisment

অন্যদিকে, বিজেপির এই বনধকে বিরোধিতা করে অন্য চিত্র দেখা গেল তৃণমূল কংগ্রেসের মধ্যে। তৃণমূলের কর্মী-সমর্থকরা দলীয় পতাকা হাতে বিজেপির বনধকে ভন্ডুল করার দাবিতে জাতীয় সড়ক ধরে আরেকটি মিছিল বের করেন। সে সময় বিশাল পুলিশবাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও তৃণমূল কর্মী-সমর্থক ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন একে অপরে। 

বিজেপির উত্তর মালদা সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্তের অভিযোগ, বিজেপির ১২ ঘন্টা শান্তিপূর্ণ বনধে তৃণমূলের অতর্কিত হামলার পিছনে পুরাতন মালদার পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ।

BJP Bangla Bandh Live Updates: মালদায় তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ, সামাল দিল পুলিশ

আরও পড়ুন  BJP Bangla Bandh Live: মালদায় তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ, এলাকায় বিশাল পুলিশবাহিনী

কী বলেছেন কার্তিক ঘোষ?

যদিও পাল্টা তৃণমূলের চেয়ারম্যান কার্তিক ঘোষের দাবি, 'বিজেপির এই বনধকে আমরা সমর্থন করি না। সুষ্ঠ ভাবে যাতে সমস্ত পরিষেবা ঠিকঠাক থাকে তার জন্য আমরা পথে নেমেছি এবং পাল্টা বিজেপিরাই আমাদের উপর হামলা করেছে।' আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Bangla Bandh Bengal BJP West Bengal youth tmc
Advertisment