Latest West Bengal News Highlights: বাংলার তিন জেলা ঘুরে বেশ কয়েকদিন দাপিয়ে বেরিয়েছিল বাঘিনী জিনাত। শেষপর্যন্ত বন দফতরের বাঘবন্দি খেলায় হার মানে সে। ধরা পড়ে সুস্থ হয়ে আবার সিমলিপালে নিজের ডেরায় ফিরে গেছে জিনাত। কিন্তু ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায়। মিলেছে পায়ের ছাপ। জন্তুটিকে চিহ্নিত করতে তৎপর হয় ঝাড়খণ্ড বন দফতর। তাই জন্তুটি আসলে বাঘ না কি চিতাবাঘ, তা জানতে জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসাচ্ছে ঝাড়খণ্ড বন দফতর। জঙ্গলটি পুরুলিয়া থেকে ৩০-৪০ কিলোমিটারের মধ্যেই, তাই আলাদা ভাবে নজরে রাখছে পুরুলিয়ার বনদফতর।
অন্যদিকে, রেশন দুর্নীতিতে (Ration Scam) আবারও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) 'কিংপিন' বলে আদালতে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। রেশন দুর্নীতি মামলার শুনানিতে ফের একবার আদালতে ইডির তরফে আইনজীবী সওয়ালে বলেন, "রেশন দুর্নীতির কিংপিন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁরই নির্দেশে গোটা দুর্নীতি চক্র কাজ করেছে। সবাই একটা ইউনিট হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, এই দুর্নীতিতে সরকারি আধিকারিকদেরও অনেকে যুক্ত ছিলেন।" এই মামলার পরবর্তী শুনানি ৭ জানুয়ারি।
এদিকে, তাঁর মন্তব্যের সমালোচনা শোনা গিয়েছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মুখে। এরপরেই ফের একবার অকপট কুণাল ঘোষ। তবে নিজের আগের মন্তব্য থেকে সরেননি। আরজি কর (RG Kar) কাণ্ডে সরকার বিরোধিতায় যেসব শিল্পীরা পথে নেমেছিলেন তাঁদের বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা-কাউন্সিলরদের অনুষ্ঠানে যাতে ওই সব শিল্পীদের রাখা না হয় সে ব্যাপারে প্রকাশ্যে বলেছিলেন কুণাল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে কুণালের সঙ্গে একমত নন। প্রকাশ্যে তিনি একথা বলায় ফের একবার কুণাল বলেছেন, "আমি ঠিকই বলেছিলাম। আবেগ থেকে তৃণমূল কর্মীরা এসব বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলবেন, আমি মেনে নেব।"
-
Jan 03, 2025 17:58 IST
West Bengal News Live: পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায় ফের বাঘের আতঙ্ক, মিলল পায়ের ছাপ
বাংলার তিন জেলা ঘুরে বেশ কয়েকদিন দাপিয়ে বেরিয়েছিল বাঘিনী জিনাত। শেষপর্যন্ত বন দফতরের বাঘবন্দি খেলায় হার মানে সে। ধরা পড়ে সুস্থ হয়ে আবার সিমলিপালে নিজের ডেরায় ফিরে গেছে জিনাত। কিন্তু ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায়। মিলেছে পায়ের ছাপ। জন্তুটিকে চিহ্নিত করতে তৎপর হয় ঝাড়খণ্ড বন দফতর। তাই জন্তুটি আসলে বাঘ না কি চিতাবাঘ, তা জানতে জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসাচ্ছে ঝাড়খণ্ড বন দফতর। জঙ্গলটি পুরুলিয়া থেকে ৩০-৪০ কিলোমিটারের মধ্যেই, তাই আলাদা ভাবে নজরে রাখছে পুরুলিয়ার বনদফতর।
-
Jan 03, 2025 16:10 IST
West Bengal News Live: নিহত TMC নেতার গাড়িচালকের চাঞ্চল্যকর বয়ান
মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে চাঞ্চল্যকর বয়ান তাঁর গাড়িচালকের। "একটা মোটর বাইকে মুখ ঢাকা চারজন বারবার গাড়ির দিকে লক্ষ্য করছিল। গাড়ির লুকিং গ্লাসে ওদের গতিবিধি দেখে সন্দেহ হয়। কাকুকে বলেছিলাম গাড়ি নিয়ে বেরিয়ে যাব। আপনি নামবেন না। অথবা বিপদ হলে বাইক ধাক্কা মেরে ফেলে দেব।" কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন মৃত তৃণমূল নেতার গাড়িচালক সুমন রায়।
-
Jan 03, 2025 14:37 IST
West Bengal News Live: এই ব্রিজ ধরলেই নিমেষে সিকিম!
সোশ্যাল মিডিয়ায় দুরন্ত ভাইরাল বাগরাকোট লুপ পুল (Bagrakot Loop Pool)। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যান চলাচল পুরোদমে শুরু হয়ে গিয়েছে এই লুপ পুলের উপর দিয়ে। নতুন বছরের শুরুর আবহে এখন বহু মানুষ শুধু এই অসাধারণ লুপ পুলটি দেখতেই ভিড় জমাচ্ছেন। চোখ ধাঁধানো এই লুপ পুল এখন সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল।
বিস্তারিত পড়ুন- Bagrakot Loop Pool: ফাটাফাটি লুক! বাগরাকোট লুপ পুল 'সুপারহিট' ভাইরাল! এই রুটেই নিমেষে পৌঁছোন সিকি ম
-
Jan 03, 2025 13:44 IST
West Bengal News Live: টানাপোড়েনের মাঝেই কলকাতায় আসছেন বাংলাদেশের গায়িকা
এবার নিউটাউনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে (Rezwana Choudhury Bannya) আমন্ত্রণ জানিয়েছে সিপিএম। বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি যথেষ্ট অশান্ত। ওপার বাংলার জনগণের একাংশের মধ্যে ভারত-বিরোধিতার স্বর ক্রমেই চড়া বাড়ছে। ঠিক এই আবহে বাংলাদেশ থেকেই সংগীত শিল্পীকে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় সিপিএমকে বিঁধেছে বিজেপি। গেরুয়া দলের নেতা দিলীপ ঘোষ তুলোধনা করেছেন এই বাম দলকে।
বিস্তারিত পড়ুন- Rezwana Choudhury Bannya: টানাপোড়েনের মাঝেই আসছেন বাংলাদেশের গায়িকা, রেজওয়ানার বঙ্গ সফরের নেপথ্যে CPM
-
Jan 03, 2025 11:56 IST
West bengal News Live: নিহত তৃণমূল নেতাকে শ্রদ্ধাজ্ঞাপন
মালদার জনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর শুক্রবার শেষকৃত্য সম্পন্নের আগে বিভিন্ন জায়গায় মরদেহ রেখে শ্রদ্ধা জ্ঞাপন করা হল। শুক্রবার ইংরেজবাজার শহরের অধিকাংশ এলাকার দোকানপাট ছিল বন্ধ। এদিন মালদা মেডিকেল কলেজ থেকে তৃণমূল নেতার দেহ নিয়ে যাওয়া হয় শহরের মহানন্দাপল্লী এলাকায়। তারপরে পার্টি অফিসে মৃত বাবলা সরকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর ইংরেজবাজার পুরসভাতেও একইভাবে নিয়ে আসা হয় তৃণমূল নেতার মরদেহ। এদিন বাবলা সরকারের মৃতদেহ প্রতি শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের পদস্থ নেতারা।
-
Jan 03, 2025 11:52 IST
West bengal News Live: তৃণমূল নেতা খুনে ধৃত বেড়ে ৪
গতকালই মালদায় খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। রীতিমতো রেইকি করে খুন করা হয়েছে জেল তৃণমূলের সহ-সভাপতি দুলাল ওরফে বাবলা সরকারকে, এমনই খবর পুলিশ সূত্রের। এখনও পর্যন্ত এই খুনের ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ, উদ্ধার হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে দু'জন বিহারের বাসিন্দা ও দু'জন মালদার ইংরেবাজারের বাসিন্দা।
-
Jan 03, 2025 11:39 IST
West Bengal News Live: সঞ্জয়ের ফাঁসির দাবি CBI-এর
আরজি কর (RG Kar) কাণ্ড বিরলতম ঘটনা বলে দাবি করে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সোচ্চার CBI। তার বিরুদ্ধে যে নির্দিষ্ট অভিযোগগুলি রয়েছে তা ফের একবার বিচারককে বিশদে জানানো হয় সিবিআই-এর তরফে। তারপরেই সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করেন সিবিআই আইনজীবী।
বিস্তারিত পড়ুন- RG Kar: 'আরজি করের ঘটনা বিরলতম', সঞ্জয়ের ফাঁসির দাবি CBI-এর
-
Jan 03, 2025 11:01 IST
West Bengal News Live: খালেদার বাড়িতে সেনাপ্রধান
এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উদযামান। মাধব ডেইলি স্টার এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাড়িতে যান সেনাপ্রধান ও তার স্ত্রী। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে বৈঠক হয়। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতেই সেনাপ্রধান তার বাড়িতে গিয়েছিলেন বলে, ডেইলি স্টার সূত্রে খবর।
-
Jan 03, 2025 09:41 IST
West Bengal News Live: মালদায় তৃণমূল নেতা খুনে 'সুপারি' কার? বাড়ছে রহস্য
মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা সরকার খুনে গ্রেফতার হয়েছে দু'জন। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃত অন্যজন মালদার ইংরেজ বাজারের বাসিন্দা। ধৃতদের নাম মহম্মদ সামি আক্তার এবং টিংকু ঘোষ। কে বা কারা এই খুনের নেপথ্য 'নায়ক' তা জানার চেষ্টায় তদন্তকারীরা।
-
Jan 03, 2025 09:34 IST
West Bengal News Live: রেজওয়ানাকে আমন্ত্রণে CPM-কে কটাক্ষ
নিউটাউনে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমন্ত্রণ জানানো হয়। এই বিষয়টি নিয়েই সিপিএমকে দুষেছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সিপিএমকে খোঁচা দিয়ে দিলীপের মন্তব্য, "বাংলাদেশের নাগরিকরা ভারতের বিরোধিতা করছে, গালাগালি করছে। ওখান থেকে শিল্পীদের আনতে হচ্ছে? এখানে কি আর শিল্পী নেই? জানি না কমিউনিস্টদের বুদ্ধি কবে সোজা হবে!"
-
Jan 03, 2025 09:31 IST
West Bengal News Live: 'কাকু'র অসুস্থতা নিয়ে ধন্দ
কলকাতার ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তবে তাঁর অসুস্থতা নিয়ে রহস্য কাটছে না। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের ঠিক আগে আগে হঠাৎ 'অসুস্থ' হয়ে পড়েন তিনি। যদিও সুজয়কৃষ্ণ ভদ্রের ঠিক কী অসুস্থতা রয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।
-
Jan 03, 2025 09:27 IST
West Bengal News Live:কনকনে শীতেই বৃষ্টির পূর্বাভাস
কনকনে ঠান্ডা গোটা রাজ্যে। চলতি শীতের মরশুমে এই প্রথম জাঁকিয়ে শীত উপভোগ করছে গোটা বাংলা। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও নামবে? এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather:নতুন বছরের শুরুতেই ঠান্ডার ঝোড়ো ব্যাটিং! কনকনে শীতেই বৃষ্টির পূর্বাভাস কোথায়?