Mohammad Yunus: সামনে এল ইউনূসের আসল চেহারা,'অত্যাচারী শাসকের' পর্দা ফাঁস বাংলাদেশি রাষ্ট্রদূতের

Bangladesh Ambassador Allegation : মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মৌলবাদীদের সমর্থন এবং দেশে অরাজকতা ছড়ানোর মত গুরুতর অভিযোগ করেছেন।

Bangladesh Ambassador Allegation : মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মৌলবাদীদের সমর্থন এবং দেশে অরাজকতা ছড়ানোর মত গুরুতর অভিযোগ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh Ambassador Allegation On Muhammad Yunus,:

সামনে এল ইউনূসের আসল চেহারা,'অত্যাচারী শাসকের' পর্দা ফাঁস বাংলাদেশি রাষ্ট্রদূতের

Bangladesh Ambassador Allegation On Muhammad Yunus: সামনে এল ইউনূসের আসল চেহারা, পর্দা ফাঁস করলেন বাংলাদেশি রাষ্ট্রদূত। 

Advertisment

মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মৌলবাদীদের সমর্থন এবং দেশে অরাজকতা ছড়ানোর মত গুরুতর অভিযোগ করেছেন। রশিদ বলেন, ইউনূস বাংলাদেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ভেঙে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছেন।

হারুন আল রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশ আজ সন্ত্রাস ও নৈরাজ্যের কবলে। তিনি অভিযোগ করেন যে মোহাম্মদ ইউনূসের শাসনকালে মৌলবাদীদের যথেচ্ছ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সংবাদ মাধ্যমের কন্ঠকে দমন করা হয়েছে, যার কারণে নৃশংসতার খবর সামনে আসছে না। রশিদ লিখেছেন, 'ইউনুসের নেতৃত্বে মৌলবাদীরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ও সাংস্কৃতিক পরিচয় ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছে ।' হিন্দু মন্দির ধ্বংস করছে।

রশিদ অভিযোগ করেন যে ইউনূসের শাসনকালে বাংলাদেশের নারী ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে। তিনি বলেন, হিজবুত তাহরীর, ইসলামিক স্টেট এবং আল কায়েদার মতো উগ্রবাদী সংগঠনগুলি প্রকাশ্যে ইউনূসের সমর্থন পাচ্ছে। রশিদ বলেন, শেখ হাসিনার সরকার উৎখাতের প্রচেষ্টার পর থেকে এই মৌলবাদীরা দেশের গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার চেষ্টা করছে এবং ইউনূসও এতে তাদের সমর্থন করছেন।

Advertisment
Bangladesh Ambassador Allegation On Muhammad Yunus:
সামনে এল ইউনূসের আসল চেহারা, পর্দা ফাঁস করলেন বাংলাদেশি রাষ্ট্রদূত।

 হারুন আল রশিদ জোর দিয়ে বলেন যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন মৌলবাদীরা এই পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে। তিনি বলেন, "বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা উভয়েই চরমপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন, এবং এখন ইউনূসও তাদের সমর্থন করছেন।"

রশিদ অভিযোগ করেন যে ক্ষমতায় আসার পর মুহাম্মদ ইউনূস তার আসল রূপ দেখিয়েছেন। তিনি আর সংস্কারক নন, বরং একজন অত্যাচারী শাসক। তিনি বলেন, শেখ হাসিনা যে বাংলাদেশ তৈরি করেছিলেন, তার বিরুদ্ধে ইউনূস যুদ্ধ চালিয়েছেন।

হারুন আল রশিদ ২০২৩ সালের অক্টোবরে মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। তিনি কানাডা, রোম, কায়রো, মেক্সিকো সিটি এবং মাদ্রিদের মতো দেশে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর সাম্প্রতিক মন্তব্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

ভোটে বড় ফ্যাক্টর 'শুভেন্দুগড়', ২৬-এর নির্বাচনে 'মাস্টারপ্ল্যান' অভিষেকের

Bangladesh Muhammad Yunus